top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Basic Economics- introduction and fundamental concepts


অর্থনীতি- সূচনা ও মৌলিক ধারণাসমূহ (Economics -an introduction and fundamental concepts)


এক বাক্যে অথবা বাক্যাংশ দ্বারা উত্তর প্রদান :



১। বিষয়গত দিক থেকে অর্থনীতি কি? উ: মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে যে বিষয় আলােচনা করে, তা হল অর্থনীতি।

২। অর্থনৈতিক কাজ কি? উ: যে কাজের বিনিময় মূল্য আছে, তাকে অর্থনৈতিক কাজ বলে ।

৩। অর্থনৈতিক কাজকে কয়টি ভাগে ভাগ করা যায়? উ: ৪টি ভাগে ভাগ করা হয়: (ক) উৎপাদন, (খ) বিনিময়, (গ) বন্টন ও (ঘ) ভােগ।

৪। অর্থনীতির প্রতিশব্দ Economics এর কিভাবে উৎপত্তি হয়? উ: গ্রীক শব্দ Oikos এবং nemein এর সমন্বয়ে সৃষ্ট Oikonomia থেকে Economics এর উৎপত্তি, যার অর্থ হল- গৃহ বা পারিবারিক অর্থনৈতিক ব্যবস্থাপনা।

৫। সুবিন্যস্ত অর্থনীতির জনক কে? উ: অ্যাডাম স্মিথ (Adam Smith)।

৬। অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ? উ: স্কটল্যান্ড(ইংল্যান্ড)।

৭। অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থের নাম কি? উ: An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations, সংক্ষেপে 'The Wealth of Nations' (1776)

৮। অর্থনীতির সর্বাধিক জনপ্রিয় সংজ্ঞাটি কে প্রদান করেছেন? উ: লায়ােনেল সি. রবিন্স।

৯। ব্যষ্টিক অর্থনীতি কি? উ: ব্যক্তি বা পরিবার বা প্রতিষ্ঠানিক এককের অর্থনৈতিক কার্যক্রম যে অর্থনীতিতে বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

১০। সামষ্টিক অর্থনীতি কি? উ: দেশ ও বিশ্ব প্রেক্ষিতে সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম যে অর্থনীতিতে বিশ্লেষণ করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

১১। অর্থনীতিতে micro ও macro শব্দ দুটি কে, কখন প্রথম ব্যবহার করেছেন? উ:১৯৩৩ সালে অধ্যাপক রাগনার ফ্রিশ।

১২। অর্থনীতির সম্পদ সংক্রান্ত সংজ্ঞা কে দিয়েছেন? উ: অ্যাডাম স্মিথ।

১৩। সম্পদের স্বল্পতা প্রেক্ষিতে অর্থনীতির সংজ্ঞা কে দিয়েছেন? উ: এল, রবিন্স।

১৪। এল, রবিনস কোথায় অধ্যাপনা করতেন? উ: লন্ডন স্কুল অব ইকনােমিক্স' -এ অধ্যাপনা করতেন। ১৫। কোন অর্থনীতিবিদ অর্থনীতির সংজ্ঞায় সম্পদ অপেক্ষা মানুষের উপর গুরুত্ব দিয়েছেন? উ: আলফ্রেড মার্শাল।

১৬। সম্পদের স্বল্পতা কি? উ: চাওয়া অনুসারে সম্পদ না পাওয়ার অবস্থাই হল স্বল্পতা।

১৭। নির্বাচন বা পছন্দের সমস্যা কি? উ: অপর্যাপ্ত সম্পদের বিকল্প ব্যবহারগুলাের মধ্যে পছন্দের সমস্যাই হল নির্বাচন বা পছন্দের সমস্যা।

১৮। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মূল পার্থক্য কি? উ: ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রিক অর্থনৈতিক আলােচনা হল ব্যষ্টিক অর্থনীতি এবং রাষ্ট্রীয় বা সামগ্রিক অর্থনৈতিক পর্যালােচনা হল সামষ্টিক অর্থনীতি।

১৯। অর্থনীতির তত্ত্বকে প্রধানত: কটি ভাগে ভাগ করা যায়?

উ: অর্থনীতির তত্ত্বকে প্রধানত: ২টি ভাগে ভাগ করা যায়- (১) ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব (microeconomic theory) ও (২) সামষ্টিক অর্থনৈতিক তত্ত্ব (macroeconomic theory)।

২০। কোন অর্থনীতিতে দ্রব্যের ‘বাজার দাম’ নির্ধারণ প্রসঙ্গ বিবেচিত হয়? উ: ব্যষ্টিক অর্থনীতিতে।

২১। কোন্ ফার্ম বা শিল্প সংস্থার উৎপাদন প্রসঙ্গ কোন অর্থনীতিতে বিবেচিত হয়? উ: ব্যষ্টিক অর্থনীতিতে।

২২। জাতীয় উৎপাদন বা জাতীয় আয় প্রসঙ্গ কোন্ অর্থনীতিতে বিবেচিত হয়? উ: সামষ্টিক অর্থনীতিতে।

56 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page