top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Basic macroeconomics- concept of crowding out effect

প্রশ্নঃ ১৫। (খ), ২০১৯: ক্রাউডিং আউট প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। (Explain with a diagram the concept of crowding out effect)


ক্রাউডিং আউট প্রভাব সংক্রান্ত ধারণা (সংজ্ঞা):প্রসারমান রাজস্ব নীতির (ঘাটতি ব্যয় পদ্ধতির) উদ্দেশ্য হলো - দেশে উৎপাদন (আয়) নির্দিষ্ট লক্ষ্যে বাড়ানো। প্রকৃত অবস্থায় আয় বা উৎপাদন সেই লক্ষ্যে না পৌঁছিয়ে বরং পূর্বের অবস্থায় থাকতে পারে বা স্থিরীকৃত লক্ষ্যের তুলনায় কম বাড়তে পারে , এধরণের প্রত্যাশিত লক্ষ্য অর্জনের ব্যর্থতাকে ক্রাউডিং / ক্রউডিং/ ক্রোডিং আউট প্রভাব বলে। সরকারি ব্যয় বৃদ্ধি সত্ত্বেও দেশের আয় বা উৎপাদন যদি কিছুই না বাড়ে, তবে তাকে সম্পূর্ণ / পূর্ণ ক্রাউডিং আউট প্রভাব বলে। আর যদি দেশের আয় বা উৎপাদন যতটা বাড়ার কথা , ততটা না বাড়লেও কিছু বাড়ে, তাকে আংশিক ক্রাউডিং আউট প্রভাব বলে। এখানে চিত্রে পূর্ণ ক্রাউডিং আউট প্রভাব ব্যাখ্যা করা হলো।


-প্রফেসর মনতোষ চক্রবর্তী


1,047 views0 comments

Recent Posts

See All

Comentários


bottom of page