top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Basic Microeconomics- Question paper, 2014- solver











১। (ক) আলফ্রেড মার্শাল তাঁর কোন গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা দেন?(In which book Alfred Marshall gave the definition of Economics?)

(খ) ভােক্তার ভারসাম্যের একটি শর্ত উল্লেখ কর।(Mention one of the conditions of consumer’s equilibrium.)

(গ) যােগান সমীকরণ Qs = - C + dP হলে এক্ষেত্রে ছেদক কোনটি? (If supply equation is Qs = - C + dP, what is the intercept in that?

(ঘ) উপযােগ দাম ও বাজার দামের পার্থক্যকে কি বলা হয়? (What we may call the difference between utility price and market price?)

(ঙ) মাছের দাম বৃদ্ধি পেলে মাংসের চাহিদার কিরূপ পরিবর্তন হবে?(What would be the effect on demand for meat when the price of fish increases?)

(চ) নিকৃষ্ট পণ্য কাকে বলে?(What is called inferior good?)

(ছ) একটি অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখা অংকন কর।(Draw an infinite elastic demand curve.)

(জ) MRTS এর পূর্ণরূপ কি?(What is the full form of MRTS?)

(ঝ) মােট স্থির ব্যয় রেখাটি অংকন কর। [Draw a total fixed cost (TFC) curve.]

(ঞ) পূর্ণ প্রতিযােগিতায় ফার্মের AR এবং MR সমান হয় কেন?(Why AR and MR of a perfect competitive firm are equal?)

(ট) অর্থনৈতিক মুনাফা বলতে কি বুঝ?(What do you understand by economic profit?)

(ঠ) একচেটিয়া ক্ষমতা কি?(What is monopoly power?)








১। (ক) আলফ্রেড মার্শাল তাঁর কোন গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা দেন?(In which book Alfred Marshall gave the definition of Economics?)

উ: আলফ্রেড মার্শাল তার Principles of Economics (1890) গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা দেন।


(খ) ভােক্তার ভারসাম্যের একটি শর্ত উল্লেখ কর।(Mention one of the conditions of consumer’s equilibrium.)

উ: ভােক্তা কর্তৃক বিবেচ্য একটি দ্রব্যের ক্ষেত্রে উপযােগ সর্বোচ্চকরণ বা ভারসাম্যের একটি শর্ত হলাে: বিবেচ্য দ্রব্যের প্রান্তিক উপযােগ = বিবেচ্য দ্রব্যের দাম। আর ভােক্তা কর্তৃক বিবেচ্য দুটি দ্রব্যের ক্ষেত্রে উপযােগ সর্বোচ্চকরণ তথা ভারসাম্যের একটি শর্ত হলাে: বিবেচ্য দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার বা প্রান্তিক উপযোগের অনুপাত = বিবেচ্য দুটি দ্রব্যের দামের অনুপাত । [বিকল্প উত্তর: দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার হলাে নিরপেক্ষ রেখার ঢাল এবং বিবেচ্য দুটি দ্রব্যের দামের অনুপাত হলাে বাজেট রেখার ঢাল- এ অবস্থায় নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার পরস্পরের স্পর্শতা(tangency) বা ঢালের সমতা হলাে ভােক্তার ভারসাম্যের ১ম শর্ত।] ।


(গ) যােগান সমীকরণ Qs = - C + dP হলে এক্ষেত্রে ছেদক কোনটি? (If supply equation is Qs = - C + dP, what is the intercept in that?

উ: (-) C হলাে ছেদক।


(ঘ) উপযােগ দাম ও বাজার দামের পার্থক্যকে কি বলা হয়? (What we may call the difference between utility price and market price?)

উ: উপযােগ দাম ও বাজার দামের পার্থক্যকে ভােক্তার উদ্বৃত্ত বলে।


(ঙ) মাছের দাম বৃদ্ধি পেলে মাংসের চাহিদার কিরূপ পরিবর্তন হবে?(What would be the effect on demand for meat when the price of fish increases?)

উ: মাছের দাম বৃদ্ধি পেলে মাংসের চাহিদার বৃদ্ধি ঘটবে।


(চ) নিকৃষ্ট পণ্য কাকে বলে?(What is called inferior good?)

উ: ভােক্তার আয় বাড়লে যে পণ্যের চাহিদা আগের তুলনায় কমে যায়, তাকে নিকৃষ্ট পণ্য বলে।


(ছ) একটি অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখা অংকন কর।(Draw an infinite elastic demand curve.)


(জ) MRTS এর পূর্ণরূপ কি?(What is the full form of MRTS?)

উ: MRTS এর পূর্ণরূপ : Marginal Rate of Technical Substitution.


(ঝ) মােট স্থির ব্যয় রেখাটি অংকন কর। [Draw a total fixed cost (TFC) curve.]


(ঞ) পূর্ণ প্রতিযােগিতায় ফার্মের AR এবং MR সমান হয় কেন?(Why AR and MR of a perfect competitive firm are equal?)

উ: পূর্ণ প্রতিযােগিতায় পণ্যের দামের উপর একক কোনাে ফার্ম প্রভাব ফেলতে পারে না, বাজারে প্রচলিত দাম মেনে নিয়েই তাকে বিক্রয় কাজ পরিচালনা করতে হয়, তাই সেখানে দাম= গড় আয় = প্রান্তিক আয় অর্থাৎ P=AR=MR হয়।


(ট) অর্থনৈতিক মুনাফা বলতে কি বুঝ?(What do you understand by economic profit?)

উ: স্বাভাবিক মুনাফার চেয়ে বেশি অর্জিত মুনাফাকে অর্থনৈতিক মুনাফা বলে।


(ঠ) একচেটিয়া ক্ষমতা কি?(What is monopoly power?)

উ: উৎপাদনের পরিমাণ ও বাজার-দামের উপর উৎপাদক বা বিক্রেতার একক নিয়ন্ত্রণ ক্ষমতাকে একচেটিয়া ক্ষমতা বলে।

ধন্যবাদ -

মনতোষ চক্রবর্তী


253 views0 comments

Recent Posts

See All

Comentários


bottom of page