top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Basic macroeconomics- selecting the right answer of national income estimation




সঠিক উত্তর নির্বাচন (Selecting the right answer) /multiple choice question (MCQ)


১। জাতীয় আয় সংক্রান্ত বিশ্লেষণে যাঁর অবদান অনেক, তিনি হলেন-

(ক)অ্যডাম স্মিথ

(খ) আলফ্রেড মার্শাল

(গ) ডেভিড রিকার্ডো

(ঘ) সাইমন এস. কুজনেটস

উ: (ঘ)


২। চলতি দামস্তরের প্রেক্ষিতে পরিমাপকৃত ‘দেশের সীমানার ভিতর উৎপাদিত সকল চূড়ান্ত উৎপন্ন দ্রব্য ও সেবার সামষ্টিক আর্থিক হিসাব’কে বলে-

(ক) GDP

(খ) প্রকৃত GNP

(গ) জীবনযাত্রার ব্যয়

(ঘ) স্থির ডলার মূল্যে GNP

উ: (ক)


৩। চলতি বছরে সব উপাদান-ব্যয় যােগ করে নিম্নের কোনটি নির্ধারিত হয়?

(ক) জাতীয় আয়

(খ) GNP

(গ) ব্যয়যােগ্য আয়

(ঘ) কোনটিই নয়

উ: (ক)


৪। সরকারী হস্তান্তর পাওনা/ ব্যয় কোনটি?

(ক) সরকারী আমলাদেরকে প্রদত্ত বেতন

(খ) সামাজিক নিরাপত্তা ব্যয়

(গ) সরকার কর্তৃক অফিসে ব্যবহারের জন্য কাগজ ও আলপিন ক্রয়

(ঘ) কোনটিই নয়

উ: (খ)

৫। সরকারের হস্তান্তর ব্যয় বৃদ্ধির দ্বারা নিম্নের বিষয়গুলাের মধ্যে একটিতে বৃদ্ধি লক্ষ্য করা যাবে, সেটি কোনটি?

ক.GNP

খ. NNP

গ. GDP

ঘ. ব্যয়যােগ্য আয়

উ: (ঘ)


৬। দেশজ আয় এবং জাতীয় আয়ের মধ্যে ব্যবধান হল-

(ক) নীট রপ্তানি আয়

(খ) বিদেশ থেকে প্রাপ্ত নীট অদৃশ্যমান উপাদান (সেবা) এর মূল্য

(গ) বিদেশ থেকে প্রাপ্ত মােট আয়

(ঘ) বিদেশ থেকে আগত মােট অদৃশ্যমান উপাদান (সেবা) এর মূল্য

উ: (ক)


৭। বাজার মূল্যে NDP হল

(ক) GNP - CCA

(খ) জি.এন.পি বিয়ােগ(-) বিদেশ থেকে আগত নীট আয়

(গ) GDP - CCA

(ঘ) GDP + বিদেশ থেকে প্রাপ্ত নীট আয় ।

উ:(গ)


৮। জাতীয় আয় হিসাবের সময় নিম্নের কোন বিষয় দুটি অর্থনৈতিক কার্যক্রম হিসাবে সাধারণত: বিবেচিত হয় না?

(ক) ক্লাশে পাঠদান

(খ) পুত্রের জন্য পিতা কর্তৃক পাঠদান

(গ) চিকিৎসক কর্তৃক রােগী দেখা

(ঘ) গৃহকর্মে গৃহবধূর সেবা

- কেবল (ক) ও (খ); (ক) ও (ঘ); (খ) ও (ঘ); (খ) ও (গ)

উ:(খ) ও (ঘ)


৯। নিম্নের কোন বিষয়টি জাতীয় আয়ের হিসাবে অন্তর্ভুক্ত হয় না?

(ক) ছাত্রবৃত্তি/ অনুদান

(খ) দেশের অর্থমন্ত্রী মহোদয়ের বেতন ও প্রাপ্ত ভাতা

(গ) ব্যবসায়ীদের অর্জিত মুনাফা

(ঘ) নিজ বাড়ির আঙ্গিনায় উৎপাদিত শাকসব্জির আরোপিত মূল্য

উ:(ক)


১০। নিম্নের কোনটি আর্থিক (financial) লেনদেন হিসাবে বিবেচ্য?

(ক) আবাসন প্লটের ক্রয়-বিক্রয়

(খ) খাদ্যপণ্যের ক্রয়-বিক্রয়

(গ) ফ্ল্যাট ক্রয়-বিক্রয়

(ঘ) শেয়ার ক্রয়-বিক্রয়।

উ:(ঘ)


১১। নিম্নের লেনদেনগুলাের মধ্যে কোনটি জাতীয় আয়কে প্রভাবিত করে না?

(ক) X কর্তৃক তাঁর ব্যবহৃত মােটর গাড়ী Yএর কাছে বিক্রয়

(খ) মােটর গাড়ী কোম্পানী কর্তৃক নতুন গাড়ী বিক্রয়

(গ) গাড়ীর ডিলার কর্তৃক নতুন গাড়ী বিক্রয়

(ঘ) হায়ার পার্চেজ ভিত্তিতে নতুন গাড়ী বিক্রয়

উ:(ক)


১২। প্রকৃত জাতীয় আয়কে মােট জনসংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায়

(ক) ব্যক্তিগত আয়

(খ) মাথাপিছু আয়

(গ) মাথাপিছু প্রকৃত আয়

(ঘ) উপরের কোনটিই নয়

উ:(গ)


১৩। দ্বৈত গণনার সমস্যা কাটিয়ে উঠার জন্য ব্যবহৃত মূল্য সংযােজন প্রক্রিয়া জাতীয় আয় পরিমাপে কোন্ পদ্ধতির সাথে সংশ্লিষ্ট?

(ক) উৎপন্ন পদ্ধতি

(খ) আয় পদ্ধতি

(গ) ব্যয় পদ্ধতি

(ঘ) উপরের সবগুলােই

উ:(ক)


১৪। অর্থনৈতিক উন্নয়নের মানদন্ড বা নির্দেশনা হিসাবে কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) প্রকৃত জাতীয় আয়

(খ) প্রকৃত মাথাপিছু আয়

(গ) চলতি মূল্যে জাতীয় আয়

(ঘ) চলতি মূল্যে মাথাপিছু আয়

উ:(খ)

১৫। হস্তান্তর পাওনা -

(ক) জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হয়

(খ) জাতীয় উৎপাদনের হিসাবের মধ্যে ধরা হয় না

(গ) জাতীয় উৎপাদনে অবদান রাখে

(ঘ) জাতীয় উৎপাদনে আংশিকভাবে অন্তর্ভুক্ত হয়

উ:(খ)


ধন্যবাদ।

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

43 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page