top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Basic microeconomics- Self-test(determine true / false)



১। সম্পদ অপর্যাপ্ত, কিন্তু অভাব অসীম। (উ: সত্য)


২। ক্লাসিক্যাল অর্থনীতির জনক হলেন অধ্যাপক মার্শাল। (উ: মিথ্যা)


৩। উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে অবতল হলে সেই রেখা বরাবর ক্রমবর্ধমান সুযােগ ব্যয় প্রকাশ পায়। (উ: সত্য)


৪। একটি অর্থনীতিতে নির্দিষ্ট সম্পদ দ্বারা দুটি দ্রব্য উৎপাদিত হলে একযােগে উভয় দ্রব্যের উৎপাদন বাড়ানাে সম্ভব হয় না । (উ: সত্য)


৫। নির্দিষ্ট উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর এক বিন্দু থেকে অপর বিন্দুতে চলাচল দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখানাে হয়। (উ: মিথ্যা)


৬। বাজার অর্থনীতিতে দ্রব্যের চাহিদার দ্বারা ফার্মের উৎপাদন প্রভাবিত হয়। (উ: সত্য)


৭। বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থনীতিতে কি কি দ্রব্য ও সেবা উৎপাদিত হবে, তা ভােক্তাদের চাহিদার উপর নির্ভর করে না। (উ: মিথ্যা)


৮। সম্পদের অপ্রাচুর্যতা ও পছন্দ বা নির্বাচন নিকট সম্পর্কযুক্ত।

(উ: সত্য)


৯। উপযােগ সৃষ্টির প্রক্রিয়া হল উৎপাদন। (উ: সত্য)


১০। এল. রবিন্সের মতে - অর্থনীতি হল সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সামঞ্জস্য বিধানের বিজ্ঞান। (উ: সত্য)


১১। ব্যষ্টিক অর্থনীতির দ্বারা সমগ্র সমাজের অর্থনৈতিক আচরণ পর্যালােচিত হয়। (উ: মিথ্যা)


১২। অর্থনীতিতে বিশ্লেষণ প্রক্রিয়া সহজ করার জন্য ‘অন্যান্য অবস্থার অপরিবর্তনীয়তা’ বা ceteris paribus অনুমিতি হিসাবে বিবেচনা করা হয়। (উ: সত্য)


১৩। উৎপাদন সম্ভাবনা রেখার ডানদিকে স্থানান্তর দ্বারা প্রবৃদ্ধি নির্দেশিত হতে পারে । (উ: সত্য)


১৪। ত্যাগকৃত সর্বোত্তম বিকল্প বিবেচনার মাধ্যমে সুযােগ ব্যয় পরিমাপ করা হয়। (উ: সত্য)


১৫। পরম ব্যয় পার্থক্যের ভিত্তিতে বাণিজ্য ও বিনিময় সংক্রান্ত তুলনামূলক সুবিধা পরিমাপ করা যায়। (উ: মিথ্যা )


ধন্যবাদ। -প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com


14 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page