top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Bruno Hildebrand -German economist



ব্রুনো হিলডেব্রান্ড (Bruno Hildebrand)

- অর্থনীতির ঐতিহাসিক স্কুলের প্রতিনিধি।

হিলডেব্রান্ড একজন জার্মান প্রফেসর। ১৮৪৮ সনে তাঁর গ্রন্থ "The National Economy of Present and Future" প্রকাশ পায়। উক্ত গ্রন্থে তিনি ক্লাসিক্যাল অর্থনৈতিক বক্তব্যকে চ্যালেঞ্জ করেন। তাঁর মতে রাজনৈতিক অর্থনীতির কাঠামােগত বিকাশ সাধনে ইতিহাসকে ব্যবহার করা প্রয়ােজন। তাঁর মতে, ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা এ কথাটি ভুলে গেছেন যে, মানুষ সামাজিক জীব এবং সভ্যতা ও ইতিহাসের সমন্বিত অবস্থা থেকেই সেই সামাজিক মানুষের উদ্ভব। হিলডেব্রান্ড মনে করেন অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া তিনটি পর্যায়ে পরিচালিত হয়- স্বাভাবিক / চিরাচরিত অর্থনীতি (traditional economy), মুদ্রা ভিত্তিক অর্থনীতি(money economy) এবং ঋণভিত্তিক অর্থনীতি(credit economy)। তাঁর মতে, তাঁর সময়কালের মুদ্রা অর্থনীতি মূলতঃ একটি উত্তরণ পর্যায়, আর ঋণ ভিত্তিক অর্থনীতি, উন্নয়নের পূর্ণাঙ্গ পর্যায় হিসাবে বিবেচ্য।

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com

ফটো-কৃতজ্ঞতা:

Wikipedia


0 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page