top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

concept of value of money

মৌলিক সামষ্টিক অর্থনীতি

প্রশ্ন-১৫(ক), ২০১৯। অর্থের মূল্য বলতে কি বুঝায়?

(What is value of money?)



অর্থের মূল্য বলতে তার বিনিময় মূল্যকে বুঝায়। নির্দিষ্ট পরিমাণ অর্থের দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, তা অর্থের মূল্য হিসাবে পরিচিত। সুতরাং অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলা যায়। রবার্টসন বলেন, “অর্থের নির্দিষ্ট এককের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ বস্তু বা সেবা দেয়া হয় বা পাওয়া যায় , তাকে অর্থের মূল্য বলে।” অর্থের মূল্য এবং দ্রব্য ও সেবার দাম পরস্পর বিপরীত। দ্রব্য ও সেবার দাম বেশি হলে নির্দিষ্ট পরিমাণ অর্থের দ্বারা কম পরিমাণে দ্রব্য ও সেবা পাওয়া যায়। তাই অর্থের মূল্য এক্ষেত্রে কমে। অপরদিকে- দ্রব্য ও সেবার দাম কম হলে নির্দিষ্ট পরিমাণ অর্থের দ্বারা বেশি পরিমাণে দ্রব্য ও সেবা পাওয়া যায়। তাই অর্থের মূল্য এক্ষেত্রে বাড়ে। দামস্তরের উপর যেহেতু অর্থের মূল্য নির্ভরশীল, তাই অপেক্ষক রূপে অর্থের মূল্যকে প্রকাশ করা হয়ঃ Vm = f(P), যেখানে Vm অর্থের মূল্য ও P দামস্তর। এ অপেক্ষকে দামস্তরের পরিবর্তন ও অর্থমূল্যের পরিবর্তন পরস্পর বিপরীত সম্পর্কে আবদ্ধ ।


-প্রফেসর মনতোষ চক্রবর্তী



124 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page