top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Demand and Supply-MCQs



ব্যষ্টিক অর্থনীতি : চাহিদা ও যােগান (Demand and Supply)

সঠিক উত্তর নির্বাচন (Selecting the right answer/ (MCQ)



১। ব্যক্তির জন্য প্রযোজ্য একটি দ্রব্যের দাম - চাহিদা রেখা অংকন করতে গেলে সাধারণত: নিম্নের একটি ছাড়া বাকি সবগুলাে স্থির ধরা হয়, সেটি কোনটি?


(ক) ব্যক্তির আর্থিক আয়

(খ) অন্যান্য দ্রব্যের দাম

(গ) বিবেচ্য দ্রব্যের দাম

(ঘ) ব্যক্তির রুচি-অভ্যাস ।


উ: (গ)


২। অন্যান্য অবস্থা স্থির থেকে একটি দ্রব্যের দাম কমলে তার চাহিদার উপর যে প্রভাব পড়ে, তাকে বলা হয়-


(ক) চাহিদার বৃদ্ধি

(খ) চাহিদার হ্রাস

(গ) চাহিদার পরিমাণের বৃদ্ধি

(ঘ) চাহিদার পরিমাণের হ্রাস।


উ: (গ)


৩। অন্যান্য অবস্থা স্থির থেকে ব্যক্তির আয় বাড়লে বিবেচ্য স্বাভাবিক দ্রব্যের চাহিদা-


(ক) বাড়ে

(খ) কমে

(গ) অপরিবর্তিত থাকে

(ঘ) তিনটির যে কোনটি হতে পারে।


উ: (ক)


৪। অন্যান্য অবস্থা স্থির থেকে ব্যক্তির আয় কমলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা-


(ক) বাড়ে

(খ) কমে

(গ) অপরিবর্তিত থাকে

(ঘ) উপরের তিনটির সবগুলো হতে পারে ।

উ: (ক)


৫। x দ্রব্যের বিকল্প হিসাবে y দ্রব্যের দাম কমলে x দ্রব্যের চাহিদার পরিমাণ-


(ক) বাড়ে

(খ) কমে ।

(গ) অপরিবর্তিত থাকে

(ঘ) যে কোনটি হতে পারে।


উ: (খ)


৬। একটি দ্রব্যের যােগান রেখা অংকনের সময় নিম্নের বিষয়গুলাের মধ্যে একটি ছাড়া বাকি সব স্থির ধরা হয়, সেটি হল-


(ক) প্রযুক্তি

(খ) উপকরণসমূহের দাম

(গ) আবহাওয়া ও জলবায়ু

(ঘ) বিবেচ্য দ্রব্যের দাম।

উ: (ঘ)

৭। একটি দ্রব্যের ধনাত্মক ঢালসম্পন্ন যােগান রেখার ক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে সেই দ্রব্যের দাম বাড়লে ফলাফল দাঁড়ায়-


(ক) যােগানের বৃদ্ধি

(খ) যােগানের পরিমাণের বৃদ্ধি

(গ) যােগানের হ্রাস

(ঘ) যােগানের পরিমাণের হ্রাস।

উ: (খ)


৮। একটি দ্রব্যের বাজার-ভারসাম্য নির্ধারিত হয়-


(ক) দ্রব্যের বাজার চাহিদা দ্বারা

(খ) দ্রব্যের বাজার যােগান দ্বারা

(গ) দ্রব্যের বাজার চাহিদা ও যােগানের সমতার দ্বারা

(ঘ) উল্লেখিত যে কোনটির দ্বারা।

উ:(গ)


৯। অর্থনীতিতে নিকৃষ্ট দ্রব্য বলতে এমন দ্রব্য বুঝায় -


(ক) যা নিম্নমানের

(খ) আয় বাড়ার সাথে যার চাহিদা হ্রাস পায়

(গ) আয় বাড়ার সাথে যার চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু সমান অনুপাতে নয়

(ঘ) আয় বাড়ার সাথে যার চাহিদা অপরিবর্তিত থাকে ।


উ:(খ)


১০। কোন দ্রব্যের যােগান রেখা স্থির থেকে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হলে ভারসাম্য দাম-


(ক) হাস পাবে

(খ) বৃদ্ধি পাবে

(গ) অপরিবর্তিত থাকবে

(ঘ) উপরের যে কোনটি হতে পারে ।


উ:(খ)


১১। কোন দ্রব্যের চাহিদা রেখা অপরিবর্তিত থেকে যােগান বৃদ্ধি পেলে ভারসাম্য দাম-


(ক) হ্রাস পায়

(খ) বৃদ্ধি পায়

(গ) শূন্য হয়

(ঘ) ওঠানামা করতে থাকে ।


উ: (ক)


ধন্যবাদ।

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com


30 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page