Adam Smith এর বিখ্যাত গ্রন্থের আগে লিখিত অর্থনীতির একটি বিখ্যাত গ্রন্থ ও তার রচয়িতাকে-
'Della Moneta' (On Money), 1751, ফার্ডিন্যান্ডাে গ্যালিয়ানি (Galiani, Ferdinando)
ফার্ডিন্যান্ডাে গ্যালিয়ানি
Galiani, Ferdinando (1727 -1787)
ইটালির অর্থনীতিবিদ গ্যালিয়ানি ছিলেন ভূমিবাদের সমালােচক এবং অষ্টাদশ শতাব্দীতে মূল্য তত্ত্বের অন্যতম প্রবক্তা। তিনি ইটালিতে জন্ম গ্রহণ করেন। তবে তিনি জীবনের ১০টি বছর ফ্রান্সে কাটান এবং বাকি সময় ইটালিতে বসবাস করেন। ২৪ বছর বয়সে ১৭৫১ সালে তিনি একটি আলােড়ন সৃষ্টিকারী গ্রন্থ রচনা করেন, তা হলাে 'Della Moneta' (On Money)। এখানে 1780 সালের সেই গ্রন্থের একটি প্রচ্ছদ উপস্থাপিত হলো।
দার্শনিক লকের অনুসরণে তিনি মুদ্রা তত্ত্বের উপর এ গ্রন্থটি রচনা করেন। তাঁর সেই গ্রন্থে মূল্য সংক্রান্ত উপযােগ তত্ত্ব (Utility theory of value) স্থান পায়। তাঁর গ্রন্থে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি, এমনকি চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কেও কিছু আভাস পাওয়া যায়। উপযােগ ও স্বল্পতার মধ্যে যে দ্বন্দ্ব , তা গ্যালিয়ানি উল্লেখ করেন। পরবর্তীকালে গ্যালিয়ানি ভূমিবাদ (Physiocracy)-এর প্রবক্তা কুইজনের সমালােচনা করেন। তাঁর সমালােচনামূলক সেই বক্তব্য প্রকাশ পায় Dialogues Sur le Comerce des bles (Dialogues on the Trade in Corn) (1770)-তে। শস্যের অবাধ বাণিজ্য সম্পর্কে ভূমিবাদের বক্তব্য তিনি খন্ডন করেন। গ্যালিয়ানি সম্পর্কে তথ্য পাওয়া যায় P.R. Toscano, 'Galiani, Ferdinando', International Encyclopedia of the Social Sciences, vol. 6, ed. D.L. Sills (Macmillan Free Press, 1968).
Comments