top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Fill in Blanks (Self test on the introduction of Basic microeconomics)


>


শূন্য স্থান পূরণ কর (Fill in blanks)

[মৌলিক ব্যষ্টিক অর্থনীতি(Basic Microeconomics) বিষয়ক সূচনা অধ্যায় প্রসঙ্গে ]


১। অর্থনীতির জনক হলেন.... ...............। (উ: অ্যাডাম স্মিথ)


২। এল. রবিনসের সংজ্ঞায় অর্থনীতিকে ................বিজ্ঞান হিসাবে বিবেচনা করা হয়। (উ: অপ্রাচুর্যের/ স্বল্পতার)


৩। অ্যাডাম স্মিথ অর্থনীতিকে ..................... বিজ্ঞান হিসাবে অভিহিত করেন। (উ: সম্পদের)


৪। অর্থনীতি এমনই একটি বিষয়, যা মানুষের অভাব পূরণের জন্য বস্তুগত দ্রব্য ও সেবার.........,........., এবং .......... পর্যালােচনা করে। (উ: উৎপাদন,ভােগ, বন্টন )


৫। বাজার অর্থনীতির চক্রাকার প্রবাহে..............বাজারে পরিবার হল চাহিদাকারী এবং ফার্ম / ব্যবসা প্রতিষ্ঠান হল ........বাজারে চাহিদাকারী । (উ: উৎপন্ন বা দ্রব্য, উপকরণ বা উপাদান )


৬। কোন বিশেষ শিল্পক্ষেত্রের উৎপাদন, ................. অর্থনীতির আলােচিত বিষয়। (উ: ব্যষ্টিক)


৭। অর্থনৈতিক তত্ত্বকে প্রধানত: ২টি ভাগে ভাগ করা হয়: (ক)...................অর্থনৈতিক তত্ত্ব ও

(খ)..........অর্থনৈতিক তত্ত্ব । (উ: ব্যষ্টিক, সামষ্টিক)


৮। অর্থনৈতিক দ্রব্য বলতে সেই অ-প্রচুর দ্রব্যকে বুঝানাে হয়, যা পেতে হলে .........দিতে হয়। (উ: দাম বা বিনিময় মূল্য)


৯। অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকে -------------অর্থনীতি বলে। (উ: বাজার )


১০। ত্যাগকৃত পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্বারা .............. ব্যয় পরিমাপ করা হয় । (উ: সুযােগ)


১১। উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরভাগে বিবেচ্য বিন্দুতে প্রযুক্তির ..........নির্দেশিত হয়। উ: (অদক্ষতা)


১২। উৎপাদন অপেক্ষক হল উৎপাদন ও .............. এর মধ্যে একটি কারিগরি বা প্রাযুক্তিক সম্পর্ক। (উ: উপাদান)


১৩। নিম্নে অর্থনৈতিক সমস্যাগুলাের তালিকা পূর্ণ কর: (ক) কি কি দ্রব্য ............ করা হবে এবং কি পরিমাণ ..............করা হবে? (খ) ............ উৎপাদন করা হবে? (গ) .............জন্য উৎপাদন করা হবে? ( উ: উৎপাদন, উৎপাদন, কি উপায়ে/ কিভাবে , কার )


১৪। বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে ......... ............ অর্থনীতি বলা হয়। (উ: বাজার )


১৫। বিশেষিকরণ, তুলনামূলক--------এবং বাণিজ্য থেকে --------- পাওয়া যায় । (উ: সুবিধা , লাভ)



ধন্যবাদ। -প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com


28 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page