top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Friedrich List- German Economist




Friedrich list (1789-1846)

লিস্ট হলেন জাতীয়তাবাদী অর্থনীতিবিদদের মধ্যে সংরক্ষণবাদী গ্রুপের নেতা। ঊনবিংশ শতাব্দির মধ্যভাগে এডাম স্মিথের তত্ত্ব জনপ্রিয় হয়। আর অনেক রাষ্ট্র ও ব্যক্তি ক্রমেই মুক্ত বাণিজ্যের পক্ষপাতি হয়ে ওঠে । কিন্তু লিস্ট সেই মুক্ত বাণিজ্য মতবাদের বিরােধিতা করেন এবং তিনি বাণিজ্য ক্ষেত্রে সংরক্ষণবাদকেই সমর্থন করেন। লিস্ট কোন স্কুল বা কলেজের প্রচলিত শিক্ষা তেমন গ্রহণ করেন নি। তা সত্ত্বেও তিনি প্রশাসনিক পদে যােগদান করতে সক্ষম হন এবং অনেকের কাছেই শ্রদ্ধাভাজন হয়ে ওঠেন। তিনি Tubingen বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর হিসাবে ১৮১৮ সনে যােগদান করেন। কিন্তু সেখানে সরকার বিরােধী বক্তব্য রাখার কারণে ১৮১৯ সনে চাকুরিচ্যুত হন। তিনি পরবর্তীতে আইন পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি সংক্ষরণবাদকে জার্মানীর জন্য গ্রহণযােগ্য নীতি হিসাবে প্রতিষ্ঠা করতে সর্বদাই সচেষ্ট ছিলেন। জার্মানীর ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলােকে একত্রিত করার পক্ষপাতিও ছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে আর্থিক অনটন এবং স্বাস্থ্যহীনতার কারণে তিনি ১৮৪৬ সনে ইচ্ছা-মৃত্যু বরন করেন। লিস্টের অন্যতম গ্রন্থ হলাে ১৮৪০ সনে প্রকাশিত "The National System of Political Economy".



ধন্যবাদ। -প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com

1 view0 comments

Recent Posts

See All

Comments


bottom of page