top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Gustav von Schmoller -representing New Historical School of Economics

গুস্তাভ শ্মোলার: নব -ঐতিহাসিক স্কুলের(New Historical School) প্রতিনিধি।

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com




শ্মোলার হলেন নব-ঐতিহাসিক স্কুলের(New Historical School) নেতা। একাধিক জার্মান বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি Deductive method ’র ঘােরতর বিরােধী ছিলেন। তিনি কার্ল মেঞ্জার এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিতর্কে অবতীর্ণ হন। অস্ট্রিয়ান প্রান্তিক স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন কার্ল মেঞ্জার। মেঞ্জার Deductive method সমর্থন করতেন। অপর দিকে শ্মোলার Inductive method সমর্থন করেন। তাঁদের দু' জনের বক্তব্যকে 'Battle of methods' বলে।



শ্মোলারের গবেষণামূলক গ্রন্থটি হলাে "Political Economy and its method", যা ১৮৯৪ সনে প্রকাশ পায়। শ্মোলার সামাজিক সংস্কারের পক্ষপাতি ছিলেন। সেই সামাজিক সংস্কারের মূল নীতি হিসাবে তিনি আয়ের সম বন্টনের উপর গুরুত্ব দেন। শ্মোলার-এর বক্তব্যে আরাে একটি বিষয় প্রাধান্য পায়, তা হলাে- রাজনৈতিক অর্থনীতির ইতিহাসভিত্তিক পর্যালােচনাকে যেন দ্রুত কোন সিদ্ধন্তে রূপ দেওয়া না হয়। তবে অর্থনৈতিক ইতিহাসভিত্তিক গবেষণার ইতিবাচক ফলাফলকে তিনি যথেষ্ট গুরুত্ব প্রদান করেন। অবশ্য শ্মোলার নিজেই এক সময় বলেন, "Induction and deduction are both necessary for the science, just as the right and left foot are needed for walking."

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com


0 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page