top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Hermann Heinrich Gossen- a tragic personality in economics

হারম্যান হেইনরিক গােসেন- অর্থনীতির ইতিহাসে ট্রাজিক ব্যক্তিত্ব

Herman Heinrich Gossen(1810-1858)


প্রান্তিক উপযােগ (marginal utility ) তত্ত্বের প্রথম চিন্তাবিদ হিসাবে গােসেন বিবেচিত হন১৮৫৪ সনে তাঁর গ্রন্থ Die Entwickelung der Gesetze des menschlichen Verkehrs, und der daraus fließenden Regeln für menschliches Handeln” (The Development of the Laws of Human Intercourse and the Consequent Rules of Human Action), 1854. প্রকাশ পেয়েছিলো। গণিত ও জ্যোতির্বিজ্ঞানে কপার্নিকাস(Nicolaus Copernicus:1473-1543)যেরূপ অবদান রেখেছিলেন, গােসেন নিজেকে অর্থনীতির সেরূপ ব্যক্তিত্ব হিসাবে দাবী করেন। তবে দুর্ভাগ্যবশত: তিনি অল্প বয়সেই মারা যান। তাঁর চিন্তা-ভাবনাগুলাে তাঁর জীবদ্দশায় তেমন সাড়া জাগাতে পারেনি। । তার প্রধান কারণ ছিল - তিনি উচ্চতর গণিতের মাধ্যমে অর্থনীতিকে এমনভাবে বিশ্লেষণ করতে চেয়েছিলেন, যা অনেকের কাছে দূর্বোধ্য মনে হয়েছিল। তবে জেভনস এবং মেঞ্জার প্রান্তিক উপযােগ তত্ত্বে গােসেনের অবদানের প্রশংসা করেন। তাঁদের মতে মানবীয় আচরণ বিশ্লেষণে গােসেনের আলােচনায় উপযােগবাদ(Utilitarianism), ভােগ পদ্ধতি(Consumsion approach) এবং গাণিতিক পদ্ধতির সমন্বিত অবস্থান লক্ষ্য করা যায়


- মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com

11 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page