top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

John Stuart Mill



প্রখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ জে, এস, মিল


ক্লাসিক্যাল স্কুলের পুরােধা হিসাবে স্মিথ-রিকার্ডো- মালথাসের সংগে আরেকটি নাম যুক্ত হয় - তিনি হলেন জন স্টুয়ার্ট মিল । তাঁর পিতা জেমস মিলও ছিলেন একজন অর্থনীতিবিদ। পিতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্টুয়ার্ট মিলের অবিশ্বাস্য পাঠগ্রহন পরিচালিত হয়। পরিচিত হন সে সময়কালের এক বিস্ময় বালক হিসাবে। ৩ বছর বয়সে গ্রীক ভাষা ও ৮ বছর বয়সে ল্যাটিন ভাষা রপ্ত করে ফেলেন । ১১ বছর বয়সে পিতার লিখিত গ্রন্থ ‘History of India'র প্রুফ দেখেন। ১২ বছর বয়সে বীজগণিত ও জ্যামিতির উপর তাঁর দখল আসে। তারপর শুরু হয় ‘যুক্তিবিদ্যা’ এর পাঠগ্রহন। ১৩ বছর বয়স থেকে শুরু করেন ‘অর্থনীতি’ পাঠ। ১৮বছর বয়সে বেন্থামের ‘উপযােগ তত্ত্ব’-এর পান্ডুলিপি সম্পাদনা করেন। কিন্তু ২০ বছর বয়সে হঠাৎ ছন্দপতন ঘটে, স্নায়বিক অসুস্থতা তাঁর দেখা দেয়। পরে অবশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানীতে তিনি ৩৫ বছর চাকুরী করেন। স্বল্প সময়ের জন্য পার্লামেন্টের সদস্যও ছিলেন। অর্থনীতি সংক্রান্ত তাঁর প্রধান প্রকাশনা হলােঃ ‘Principles of Political Economy’ (1848) এবং ‘Essays on Some Unsettled Questions of Political Economy’ (1844)। এডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর তত্ত্বীয় সমর্থক ছিলেন মিল।

2 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page