শিক্ষার্থীর প্রতি-
সামষ্টিক অর্থনীতি(Macroeconomics) বিষয়ে তোমার প্রাথমিক পাঠ একবার হয়ে গেলে, যেমন মৌলিক সামষ্টিক অর্থনীতির সূচনা অধ্যায় পড়া হয়ে থাকলে চেষ্টা করে দেখো কতটা প্রশ্নের সঠিক উত্তর তুমি করতে পারছো। এতে পরীক্ষার আগে তোমার নিজের ওপর আস্থা / কনফিডেন্স বাড়বে।
এটি তোমার যদি কোনো কাজে আসে, তবে বন্ধুদের সাথে শেয়ার করো. আর ‘লাইক’ করলে তো আমি খুশি। এরকম প্রশ্ন ও সমাধান তুমি যদি আরো পেতে চাও, তবে ওয়েব সাইট (www.manoconomics.com) এর ব্লগ অংশে ও ইউ টিউবের ভিডিওতে (youtube channel: Manoconomics - Economics for all in Bengali) দেখো। সবাই ভাল থেকো।
সবার কল্যাণ কামনায়
- মনতোষ চক্রবর্তী।
এখান থেকে যেভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে, তার সংক্ষিপ্ত ক্রমধারা (synopsis) হলো:
1 .1.1 সঠিক উত্তর নিবার্চন কর (Select the right answer)
1 .1.2 সত্য / মিথ্যা নির্ধারণ কর (Determine True / False)
1 .1.3 শূন্যস্থান পূর্ণ কর (Fill in the blanks)
1 .1.4 এক শব্দে অথবা এক বাক্যে উত্তর প্রদান কর (Answer with single word or with single sentence)
1 .1.5 সংজ্ঞাগত / ধারণাগত প্রশ্নের উত্তর দাও (Answer to the definitional / conceptual questions)
১। অর্থনীতিতে নােবেল পুরস্কার পেয়েছেন এমন একজন সামষ্টিক অর্থনীতিবিদ হলেন-
(ক) অ্যাডাম স্মিথ
(খ) জে. এম.কেইনস
(গ)মিলটন ফ্রিডম্যান
(ঘ) ডেভিড রিকার্ডো
উ:(গ)
২। কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে কেইনসের শিক্ষক ছিলেন-
(ক) ডেভিড রিকার্ডো।
(খ) মিল্টন ফ্রিডম্যান।
(গ)পল স্যামুয়েলসন।
(ঘ) আলফ্রেড মার্শাল ।
উ: (ঘ)
৩। কেইনসীয় চিন্তাধারাকে (Keynesian thinking ) বলা হয়-
(ক) ক্লাসিক্যাল (classical) মতবাদ
(খ) কাঠামােবাদ(Structuralism)
(গ)মুদ্রাবাদ(Monetarism) (ছ)বিপ্লবাত্মক(Radical) মতবাদ।
উ:(খ)
৪। সামষ্টিক অর্থনীতি পাঠের প্রয়ােজন, কারণ-
(ক) তা থেকে জাতীয় আয়, দামস্তর ও নিয়ােগ স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়।
(খ) তা থেকে ব্যক্তির আয়, চাহিদা ও রুচি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
(গ) দেশে নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংকের সাফল্য ব্যর্থতা বিচার করা যায়।
(ঘ) তা থেকে উপরের সবগুলাে সম্পর্কে অবগত হওয়া যায়।
উ: (ক)
৫। নিম্নের বিষয়গুলাের মধ্যে কোনটি সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত?
(ক) মালদ্বীপের জাতীয় উৎপাদন।
(খ) ময়মনসিংহ এর শম্ভুগঞ্জ পাটকল এর বার্ষিক মােট উৎপাদন।
(গ) সিলেটের চা বাগানে নিয়ােজিত শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয় ।
(ঘ) পাকশী কাগজের মিলে উৎপাদিত কাগজের মূল্য।
উ: (ক)
৬। নিম্নের কোনটি সামষ্টিক অর্থনীতির আওতাধীন?
(ক) দেশের মােট উৎপাদন নির্ধারণ
(খ) কর্মসংস্থান ও বেকারত্বের পরিমাণ নির্ধারণ
(গ) দামস্তরের ওঠানামা বিবেচনা
(ঘ) উল্লেখিত সবগুলাে।
উ:(ঘ)
৭। সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ এই কারণে গুরুত্বপূর্ণ যে, এর দ্বারা জানা যায় -
(ক) নির্দিষ্ট ফার্মের নিয়ােগপ্রাপ্ত শ্রমিকদের মজুরী নির্ধারণ
(খ) নির্দিষ্ট পরিবারের আয় ও ভােগ নির্ধারণ
(গ)দেশের মােট উৎপাদন, আয়, বিনিয়ােগ, নিয়ােগের পরিমাণ ও প্রকৃতি
(ঘ) উপরের কোনটিই নয়
উ: (গ)
৮। সামষ্টিক অর্থনীতির লক্ষ্য(objective) হল-
(ক) ভােক্তার কল্যাণ অর্জন
(খ) উৎপাদন-নিয়ােগ-দামস্তর ও বিনিময় হারের স্থিতিশীলতা বিশ্লেষণ
(গ) একচেটিয়া বাজার আধিপত্য এর কারণ অনুসন্ধান
(ঘ) বিভিন্ন ফার্মের উৎপাদন কার্যক্রম বিশ্লেষণ।
উ: (খ)
৯। সামষ্টিক অর্থনীতির উল্লেখযােগ্য একটি নীতি/উপকরণ(rule/ policy /instrument) হল:
(ক)দেশের পররাষ্ট্র নীতি
(খ)রাজস্ব নীতি
(গ)রাজনীতি
(ঘ)ধর্মীয় মূল্যবােধ
উ: (খ)
১০। পটেনসিয়াল উৎপাদন(potential output / potential GNP ) হল-
(ক) দেশের মােট জাতীয় উৎপাদন
(খ) পূর্ণনিয়ােগ সাপেক্ষে দেশের প্রত্যাশিত/ সম্ভাবনাময় মােট উৎপাদন
(গ) নীট জাতীয় উৎপাদন
(ঘ) প্রকৃত জাতীয় উৎপাদন।
উ: (খ)
১১। GNP ব্যবধান (GNP Gap) বলতে বুঝানাে হয়-
(ক) দেশের আয় ও ভােগ ব্যয়ের মধ্যে ব্যবধান
(খ) বিনিয়ােগ ও সঞ্চয়ের মধ্যে ব্যবধান
(গ) প্রত্যাশিত উৎপাদন ও বাস্তব উৎপাদনের মধ্যে ব্যবধান
(ঘ) মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচনের মধ্যে ব্যবধান।
উ: (গ)
১২। ওকানের/ ওকুনের বিধি (Okun ‘s Law ) -তে দেখানাে হয়-
(ক) দেশের প্রকৃত প্রবৃদ্ধির হার ও বেকারত্বের হারের মধ্যে সম্পর্ক।
(খ) আয় ও ভােগ ব্যয়ের আনুপাতিক সম্পর্ক।
(গ) অর্থের যােগান ও দামস্তরের সম্পর্ক।
(ঘ) উপরের সবগুলাে।
উ: (ক)
১৩। স্বাভাবিক বেকারত্বের হার(natural rate of unemployment ) বলতে বুঝানাে হয়-
(ক) দেশের চলতি বেকারত্বের হার
(খ) প্রচ্ছন্ন বেকারত্বের হার
(গ) শিল্পক্ষেত্রে বেকারত্বের হার
(ঘ) সংঘাতজনিত / সাময়িক বেকারত্বের হার
উ: (ঘ)
১৪। বাণিজ্য চক্র(business / trade cycle ) বলতে বুঝানাে হয়-
(ক) বাণিজ্য ভিত্তিতে পারিবারিক আয়-ভােগের চক্রাকার ওঠানামা
(খ) দেশের আমদানি-রপ্তানির ওঠানামা
(গ) সময় প্রেক্ষিতে দেশে প্রকৃত GNP এর ওঠানামা
(ঘ) উপরের সবগুলাে।
উ: (গ)
১৫। আধুনিক অর্থনীতিতে আয় ও নিয়ােগ (income and employment) প্রধানত: যার উপর নির্ভর করে, সেটি হল-
(ক) উৎপাদন
(খ) সামগ্রিক চাহিদা
(গ) দেশের আমদানি-রপ্তানি
(ঘ) সরকারি কার্যক্রম।
উ: (খ)
১৬। কেইনসের চিন্তাধারায় সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যােগান (aggregate demand and aggregate supply ) রেখার পারস্পরিক ছেদ বিন্দুতে নির্ধারিত হবে-
(ক) অবশ্যম্ভাবী পূর্ণনিয়ােগ
(খ) বিশেষ কোনো দ্রব্যের মূল্য
(গ) ভারসাম্যহীনতা
(ঘ) অপূর্ণ নিয়ােগ বা পূর্ণ নিয়ােগের নিম্নাবস্থা।
উ: (ঘ)
১৭। দামস্তর প্রেক্ষিতে সামগ্রিক চাহিদা রেখা (AD curve ) সাধারণতঃ হবে-
(ক) ঊর্ধ্বগামী
(খ) আনুভূমিক
(গ) উল্লম্ব
(ঘ) নিম্নগামী
উ: (ঘ)
১৮। দামস্তর প্রেক্ষিতে সামগ্রিক যোগান রেখা (AS curve ) সাধারণতঃ হবে-
(ক) ঊর্ধ্বগামী
(খ) আনুভূমিক
(গ) উল্লম্ব
(ঘ) নিম্নগামী
উ: (ক )
১। নারায়ণগঞ্জের হােসিয়ারি শিল্পের অর্থনৈতিক সমীক্ষা, ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ হিসাবে বিবেচ্য। (উ: সত্য )
২। বাংলাদেশের বেকারত্ব সংক্রান্ত পর্যালোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্গত। (উ: মিথ্যা )
৩। প্রকৃত দেশজ জাতীয় উৎপাদন (GDP), মূল্যস্ফীতির হার ও বেকারত্বের হার হল সামষ্টিক অর্থনীতির ৩টি গুরুত্বপূর্ণ চলক। (উ: সত্য )
৪। সামষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র এককের অর্থনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করা হয়। (উ: মিথ্যা )
৫। সামষ্টিক অর্থনীতি প্রধানত: দাম তত্ত্ব নিয়ে বিশ্লেষণ করে। (উ: মিথ্যা )
৬। সামষ্টিক অর্থনীতিতে মােট জাতীয় উৎপাদন,ভােগ, বিনিয়ােগ, কর্মসংস্থান এসব বিষয় বিশ্লেষণ করা হয়। (উ: সত্য)
৭। দেশে হিসাবকৃত বিনিয়ােগের পরিমাণ হল মজুত এবং মূলধনের পরিমাণ হল প্রবাহ। (উ: মিথ্যা )
৮। কোনাে দ্রব্যের দাম নির্ধারণ মডেলকে সামষ্টিক অর্থনৈতিক মডেল বলে । (উ: মিথ্যা )
৯। একটি দেশের গড় দামস্তর কতটা দ্রুততার সাথে বাড়ছে, তাই মূল্যস্ফীতির দ্বারা নির্দেশিত হয়? (উ:সত্য)
১০। বাংলাদেশে চালের বাজারে দাম নির্ধারণ সংক্রান্ত বিশ্লেষণ হল সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণ । (উ: মিথ্যা)
১১। বাজেটে প্রস্তাবিত কর রাজস্বের তুলনায় সরকারি ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। (উ: সত্য )
১২। সামষ্টিক অর্থনৈতিক মডেলের অন্তর্গত যেসব চলকের মান নির্ধারণ করা হয়, তাদেরকে বহি:চলক বলে । (উ: মিথ্যা )
১৩। দেশজ মােট আয় বা উৎপাদনকে দামস্তরের সাথে সমন্বয় করে প্রকৃত জি ডি পি পাওয়া যায়। (উ:সত্য )
১৪। দেশের শ্রমশক্তি কি অনুপাতে কর্মক্ষেত্রের বাইরে আছে, তা বেকারত্বের হার পরিমাপ করে । (উ: সত্য)
১৫। যখন মােট যােগান রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক, তখন - মােট চাহিদা বৃদ্ধি পেলে দাম ও আয়/ উৎপাদন উভয়ই বাড়বে।
(উ: মিথ্যা )
১৬। একটি দেশের আন্তর্জাতিক ঘাটতি হল আমদানি অপেক্ষা রপ্তানি বেশি।
(উ: মিথ্যা )
১৭। নীট রপ্তানি (X - M) ঋণাত্মক হলে আন্তর্জাতিক ঘাটতি দেখা দেয় ।
(উ: সত্য)
১। অর্থনীতির তত্ত্বগত বিশ্লেষণ এর দুটি ভাগ হল..............অর্থনীতি ও ..............অর্থনীতি।
[উ: ব্যষ্টিক(micro), সামষ্টিক(macro)]
২। সম্পদ হল ‘মজুদ’ (stock) ধারণা , কিন্তু তা থেকে প্রাপ্ত আয় হল ..............ধারণা।
[উ: প্রবাহ(flow)]
৩। সামষ্টিক অর্থনৈতিক মডেল হিসাবে আয় ও ................ নির্ধারণ মডেল গুরুত্ব পায়।
[উ: নিয়ােগ(employment)]
৪। দামস্তরের অনমনীয়তা(price rigidity) প্রেক্ষিতে
কোনো সামষ্টিক অর্থনৈতিক মডেল বিবেচিত হলে
তা হবে .......... মেয়াদী সামষ্টিক মডেল বিশ্লেষণ।
[উ: স্বল্প(short run)]
৫। নমনীয় দামস্তর প্রেক্ষিতে সামষ্টিক অর্থনৈতিক মডেল বিবেচিত হলে তা হবে............. মেয়াদী সামষ্টিক বিশ্লেষণ।
[উ: দীর্ঘ(long run)]
৬। অর্থনৈতিক মডেলে যেসব চলক(variable) পূর্বনির্দিষ্ট (প্রদত্ত) থাকে, তাদেরকে ................ চলক বলে।
[উ: বাহ্যিক (exogenous)]
৭। অর্থনৈতিক মডেলে যেসব চলক পূর্বনির্দিষ্ট থাকে না, মডেল সমাধানের মাধ্যমে তাদের মান নির্ধারিত হয় , তাদেরকে ................চলক বলে ।[উ: অন্ত: (endogenous)]
৮। যে সময়কালে দেশের প্রকৃত GDP ও কর্ম সংস্থান কমে, তবে ধীর গতিতে (mild) কমতে থাকে, সেই সময়কালীন বাণিজ্য চক্রের পর্যায়কে .............. বলা হয় ।
[উ: অবনতি/ মন্দাভিমুখী (recession )]
৯। যে সময়কালে দেশের প্রকৃত জি. ডি. পি. ও কর্ম সংস্থান দ্রুত এবং যথেষ্ট কমে(severe) যায় , সেই সময়কালীন বাণিজ্য চক্রের পর্যায়কে ....................বলা হয় ।
[উ:মন্দা(depression)]
১০। সামষ্টিক অর্থনীতিতে এক জোড়া অশুভ (Twin evils) বিষয় হল- মুদ্রাস্ফীতি(inflation) ও .................... ।
[উ:বেকারত্ব(unemployment)]
১১। বাণিজ্য চক্রে সর্বোচ্চ অবস্থান থেকে মােড় পরিবর্তনের বিন্দু (upper turning point) কে .................. হয়।
[উ: শীর্ষ (peak)]
১২। বাণিজ্য চক্রে সর্বনিম্ন অবস্থা থেকে মােড় পরিবর্তনের বিন্দু (lower turning point) কে ....................হয়।
[উ: চূড়ান্ত অবনতির বিন্দু( trough)]
১৩। যে বাজেটে সরকারের পরিকল্পিত ব্যয়ের তুলনায় প্রস্তাবিত কর রাজস্ব কম, সেই বাজেটকে ................ বাজেট বলা হয়।
[উ:ঘাটতি বাজেট(deficit budget)]
১৪। সামগ্রিক চাহিদা(AD) ও সামগ্রিক যােগান(AS) এর সমন্বয়ে ........... ও........নির্ধারিত হয়।
[ উ: দামস্তর(price level) ও উৎপাদন(output)]
১। লর্ড জে এম কেইনস কোন দেশের অর্থনীতিবিদ? উ: যুক্তরাজ্য।
২। কেইনস কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উ: কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়।
৩। মিল্টন ফ্রিডম্যান কত সালে অর্থনীতিতে নােবেল পুরস্কার পেয়েছেন? উ: ১৯৭৬ সালে।
৪। সামষ্টিক’ শব্দটির ইংরেজী 'Macro'এর উৎপত্তি কিভাবে? উ: Macro শব্দটি গ্রীক 'Makros' থেকে এসেছে, যার অর্থ বিশাল ।
৫। সামষ্টিক অর্থনীতিতে অবদান রেখেছেন এমন দুজন ব্যক্তির নাম কি? উ: কেইনস ও ফ্রিডম্যান ।
৬। কেইনস লিখিত সামষ্টিক অর্থনীতির সর্বাধিক সাড়া জাগানাে গ্রন্থটির নাম কি?
উ: 'The General Theory of Employment, Interest and Money (1936)'
৭। মিল্টন ফ্রিডম্যান এর চিন্তাধারাকে কি নামে অভিহিত করা হয়? উ: মনিটারিজম বা মুদ্রাবাদী চিন্তাধারা ।
৮। মিল্টন ফ্রিডম্যান কোন বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন? উ: যুক্তরাষ্ট্রের শিকাগাে বিশ্ববিদ্যালয়।
৯। মিল্টন ফ্রিডম্যানের চিন্তাধারার স্কুল কি নামে অভিহিত হয়? উ: ‘শিকাগাে স্কুল অব মনিটরি ইকনােমিক্স
১০। মিল্টন ফ্রিডম্যান কোন দেশের অর্থনীতিবিদ? উ: আমেরিকার যুক্তরাষ্ট্র ।
১১। সামষ্টিক অর্থনৈতিক দুটি চলক উল্লেখ কর। উ: আয় ও ভােগ ।
১২। গ্রেট ডিপ্রেশন (মহামন্দা) কি?
উ: ১৯৩০দশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরােপের সংঘটিত মন্দা(শেয়ার মার্কেট ধ্বস) ও দীর্ঘস্থায়ি বেকারত্ব পরিস্থিতি।
১৩। সামষ্টিক অর্থনীতিতে সমষ্টিকরণের সমস্যা কি? উ: সামষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকগুলােকে পরস্পর যােগ করতে গিয়ে যে সমস্যার সৃষ্টি হয়, তাকে সমষ্টিকরণের সমস্যা বলে ।
১৪। সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি সমন্বয়ের যুক্তি কি? উ: ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পৃথক হলেও একে অপরের পরিপূরক, তাই দু’য়ের সামঞ্জস্য বিধানের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান পাওয়া সম্ভব।
১৫। “গ্রেট ডিপ্রেশন’ এর সময়কাল কতটা? উ: প্রায় ১০ বছর(১৯২৯ থেকে ১৯৩৮)।
১৬। সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্য লক্ষ্য কি কি? উ: উৎপাদন ও আয়ের প্রসার, নিয়ােগ প্রসার বা বেকারত্ব দূরীকরণ, দামস্তরের স্থিতিশীলতার লক্ষ্য এবং বাণিজ্য ও বিনিময় হারের স্থিতিশীলতার লক্ষ্য।
১৭। সামষ্টিক অর্থনৈতিক নীতি কি? উ: দেশের উৎপাদন, আয়, নিয়ােগ এবং দামস্তর নির্ধারণে ও তাদের বিশ্লেষণে রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত নিয়ম নীতির (যেমন- বাজেট নীতি, নিয়ােগ ও মজুরী নীতি, মুদ্রানীতি) সমাহারকে সামষ্টিক অর্থনৈতিক নীতি বলে ।
১৮। সামষ্টিক অর্থনীতির উপকরণ কি কি? উ: রাজস্ব নীতিসংক্রান্ত উপকরণ- সরকারী ব্যয় ও কর; আর্থিক নীতিসংক্রান্ত উপকরণ- অর্থের যােগান ও সুদের হার; আয় নীতিসংক্রান্ত উপকরণ- মজুরী ও দামস্তর এবং বৈদেশিক অর্থনৈতিক নীতিসংক্রান্ত উপকরণ- শুল্ক ও বিনিময় হার ।
১৯। সামষ্টিক অর্থনৈতিক চলক (Macro economic variables) কি? উ: সমগ্র অর্থনীতির প্রেক্ষাপটে বিবেচ্য পরিবর্তনশীল উপাদানকে সামষ্টিক অর্থনৈতিক চলক বলে, যেমন- জাতীয় আয় বা মােট উৎপাদন হলো সামষ্টিক চলক।
২০। সামষ্টিক অর্থনীতিতে হিসাবগত সম্পর্ক কি? উ: সামষ্টিক অর্থনীতিতে অভেদ বা সদা সমতার মাধ্যমে কোন বিষয়ের প্রকাশকেই সামষ্টিক হিসাবের সম্পর্ক (macro accounting relation) বলে, যেমন আয় = ব্যয় বা সামষ্টিক যােগান = সামষ্টিক চাহিদা -এসবের দ্বারা সামষ্টিক হিসাবের সম্পর্ক প্রকাশ পায় ।
২১। ওকান বিধির প্রবক্তার পরিচয় দাও। উ: আর্থার এম, ওকান (Arthur Melvin Okun) যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক।
২২। ওকান বিধির ভিত্তি কি? উ: উৎপাদনের হার, বেকারত্বের হার ও মুদ্রাস্ফীতি হারের মধ্যে একটি বিশেষ সম্পর্ক হল ওকান বিধির ভিত্তি।
২৩। বাণিজ্য চক্রের পর্যায় কয়টি? উ: ৪টি: (ক) সমৃদ্ধির ও তার শীর্ষ (prosperity and its peak), (খ) অবনতি (recession) বা সংকোচন (contraction), (গ) চূড়ান্ত অবনতি বা মন্দা (trough/depression) এবং (ঘ) পরিত্রাণ (recovery) , তারপর আবার প্রসারতা (expansion) তথা সমৃদ্ধিতে প্রত্যাবর্তন।
২৪। কিভাবে আন্তর্জাতিক ঘাটতি দূর করা যায়?
উ: আন্তর্জাতিক ঘাটতি দূর করার জন্য আমদানি কমানাে ও রপ্তানি বাড়ানাের দিকে নজর দিতে হবে।
২৫। সামগ্রিক চাহিদা রেখা কি?
উ: সামগ্রিক চাহিদা রেখা দ্বারা সাধারণ দামস্তরের বিভিন্ন মানের ক্ষেত্রে পরিবার, ফার্ম, সরকার ও বিদেশী ক্রেতারা সম্মিলিতভাবে দ্রব্য ও সেবার যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত, তা নির্দেশ করা হয়।
২৬। কেন সামগ্রিক চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী? উ: সাধারণ দামস্তর এবং সামগ্রিক চাহিদার বিপরীতমুখী সম্পর্কের কারণে চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয়।
২৭। দীর্ঘকালীন সামগ্রিক যােগান রেখা কিরূপ হয়? উ: সাধারণত: দীর্ঘকালীন সামগ্রিক যােগান রেখা উল্লম্ব হয়।
২৮। সামগ্রিক যােগান রেখার তিনটি পর্যায় কি কি? উ: (ক) মন্দা পরিধি পর্যায় (depression range), (খ) বাধাপ্রাপ্ত পরিধি /পর্যায় (bottleneck range), (গ) পূর্ণ সামর্থ্যের পরিধি /পর্যায় (full capacity range)
২৯। কার্যকর চাহিদার চাহিদার বিন্দু কি?
উ: মােট চাহিদা রেখার যে বিন্দুতে মােট যােগান রেখা ছেদ করে, সেই বিন্দুকে কার্যকর চাহিদার (Effective Demand) বিন্দু বলে।
১। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি কি? (What are micreconomics and macreconomics?) উ: অর্থনীতির যে অংশে বিভিন্ন ক্ষুদ্র এককের বা গ্রুপের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে এবং বৃহৎ পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে যে শাস্ত্র আলােচনা করে, তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
২। বদ্ধ সামষ্টিক অর্থনীতি কি?(What is a closed macroeconomics?)
উ: যখন একটি দেশের সাথে অপরাপর দেশের বাণিজ্যিক ও বিনিময় সম্পর্ক বিবেচনার বাইরে রেখে পরিবার, ফার্ম ও সরকারের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করা হয়, তখন তাকে বদ্ধ সামষ্টিক অর্থনীতি বলে।
৩। উন্মুক্ত সামষ্টিক অর্থনীতি কি?(What is an open macroeconomics?) উ: যখন একটি দেশের সাথে অপরাপর দেশের বাণিজ্যিক ও বিনিময় সম্পর্ক বিবেচনার মধ্যে রেখে পরিবার, ফার্ম ও সরকারের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করা হয়, তখন তাকে উন্মুক্ত সামষ্টিক অর্থনীতি বলে। [ বিকল্প সংজ্ঞা: পরিবার, ফার্ম,সরকার ও বাণিজ্য খাত সম্বলিত অর্থনীতিকে উন্মুক্ত অর্থনীতি তথা উন্মুক্ত সামষ্টিক অর্থনীতি বলা হয়।]
৪। পটেনসিয়াল বা সম্ভাবনাময় উৎপাদন / জি.এন.পি কি?(What is potential output/ GNP?) উ: নির্দিষ্ট সময়ে একটি দেশে সম্পদের পূর্ণ নিয়ােগ দ্বারা যে পরিমাণ মােট জাতীয় উৎপাদন প্রত্যাশা করা যায়, তাকেই বলে সম্ভাবনাময় উৎপাদন (potential output)।
৫। বাস্তব উৎপাদন কি?(What is actual/ realized output?) উ: কোন দেশের নির্দিষ্ট সময়ে প্রাপ্ত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবার বাজার মূল্যই হচ্ছে সেই সময়ে সেই দেশের বাস্তব উৎপাদন।
৬। GNP ব্যবধান কি?(What is GNP gap?)
উ: নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত (পটেনসিয়াল) উৎপাদনের তুলনায় বাস্তবে উৎপাদন কম হলে যে ব্যবধানের সৃষ্টি হয়, তাকে GNP ব্যবধান (GNP Gap) বলে।
৭। ওকান বিধি কি? (What is Okun’s Law?) উ: প্রকৃত প্রবৃদ্ধি ও বেকারত্বের হার- এই দু’য়ের সম্পর্ক নিয়ে আর্থার ওকান যে বিধি প্রদান করেন, তাই হল ওকান বিধি। ওকানের বিধিতে বলা হয়- প্রকৃত GNP 2% (বা মতান্তরে 3%) বাড়লে বেকারত্ব 1% এ নেমে আসে।
৮। পূর্ণ নিয়ােগ কি? (What is full employment?)উ: নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক কাজ করতে চায়, তারা যদি সকলেই কাজ পেয়ে যায়। তবে সেই অবস্থাকে পূর্ণ নিয়ােগ (full employment) বলা হয়।
৯। স্বাভাবিক বেকারত্ব কি?(What is natural unemployment?) উ: ব্যক্তিগত কারণে অথবা যন্ত্রপাতি বিকল হওয়ার কারণে অথবা শ্রমিক-মালিকের যে কোন রকম সংঘাতের ফলে সাময়িক নিয়ােগহীনতা সৃষ্টি হয় সেই নিয়ােগহীনতাকে স্বাভাবিক বেকারত্ব বলা হয় ।
১০। NAIRU কি? (What is NAIRU?)উ: NAIRU বলতে বেকারত্বের সেই হারকে বুঝানাে হয়, যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সাথে সংগতিপূর্ণ।
১১। NAIRU এর পূর্ণ রূপ কি?(What is the full form of NAIRU?) উ: NAIRU এর পূর্ণ রূপ= Non-accelerating inflation rate of unemployment.
১২। পটেনসিয়াল GDP কি? (What is potential GDP?) উ: স্বাভাবিক বেকারত্ব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ GDP-কে পটেনসিয়াল GDP বলে।
১৩। বাণিজ্য চক্র কি? (What is business cycle/ trade cycle?) উ: সময়ের ভিত্তিতে দেশের আয়, উৎপাদন বিনিয়ােগ, নিয়ােগ ও দামস্তরের ওঠা নামার বিশ্লেষণকে বাণিজ্য চক্র বলে [ সমৃদ্ধি ও মন্দার সমন্বয়ে অর্থনৈতিক কর্মকান্ডের চক্রকার উত্থান-পতনকে বাণিজ্য চক্র বলা হয়।]
১৪। সরকারী ঘাটতি / বাজেট ঘাটতি কি? (What is Government deficit/ budget deficit?)উ: বাজেটে মােট পরিকল্পিত ব্যয় যদি প্রত্যাশিত মােট রাজস্ব সংগ্রহের চেয়ে বেশি হয়, তবে সেই বাজেটকে ঘাটতি বাজেট বলে।
১৫। ভারসাম্য বা সুষম বাজেট কি?(What is a balanced budget?)উ: সরকারের ব্যয় ও কর যখন সমান হয়, তখন সেই বাজেটকে ভারসাম্য বা সুষম বাজেট বলা হয়।
১৬। ঘাটতি অর্থসংস্থান কি?(What is deficit finance?) উ: বাজেটের ঘাটতি মেটানাের উদ্দেশ্যে অর্থের নতুন জোগান সৃষ্টি বা ঋণ গ্রহণের মাধ্যম যে অর্থ সংস্থান করা হয়, তাকে ঘাটতি অর্থ সংস্থান বলা হয়।
১৭। আন্তর্জাতিক ঘাটতি কি?(What is international deficit/ trade deficit?) উ: একটি দেশের রপ্তানি থেকে প্রাপ্ত আয় অপেক্ষা আমদানি বাবদ ব্যয় বেশি হলে তাকে বিবেচ্য দেশের জন্য আন্তর্জাতিক ঘাটতি বলে।
১৮। সামগ্রিক চাহিদা কি?[What is aggregate demand(AD) ? উ: সামগ্রিক চাহিদা বলতে বিভিন্ন দামস্তরের প্রেক্ষিতে সমাজের সামগ্রিক ব্যয়ের পরিমাণকে বুঝানাে হয়। সামগ্রিক চাহিদা বা ব্যয় ভােগ ব্যয় (C), বিনিয়ােগ ব্যয়(I), সরকারী ব্যয়(G)এবং নীট রপ্তানি (X-M) এর সমন্বয়ে গঠিত হয়।
১৯। সামগ্রিক যােগান কি?[What is aggregate supply(AS) ?] উ: প্রত্যেক দামস্তরে একটি দেশের সমস্ত ফার্ম কতটা পরিমাণ মােট উৎপাদন যােগান দিতে প্রস্তুত, তাকে সামগ্রিক যােগান বলে।
২০। কার্যকর চাহিদা কি? (What is effective demand ?)উ: কার্যকর চাহিদা বলতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ােগ ক্ষেত্রে মােট চাহিদার সেই অবস্থা বুঝায়, যেখানে মােট যােগান তার সমান হয় এবং যেখানে নিয়ােগ (বা, উৎপাদন) পরিবর্তনের কোন প্রবণতা থাকে না।
২১। কেইনসীয় ক্রস চিত্র কি?(What is Keynesian cross diagram ?)উ: মােট ব্যয় রেখা বা সামগ্রিক চাহিদা রেখা যখন 45 ডিগ্রি রেখাকে ছেদ করে তখন অর্থনীতিতে ভারসাম্য উৎপাদন ও নিয়ােগ নির্ধারিত হয়। ছেদকারী দুটি রেখার অবস্থানভিত্তিক চিত্র নির্দেশনাকে কেইনসীয় ক্রস চিত্র বলে।
ধন্যবাদ
মনতোষ চক্রবর্তী
উৎস:
Comentários