top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

MCQs for consumption and savings function in macroeconomics


ভােগ ও সঞ্চয় অপেক্ষক

(Consumption and Savings function)

সঠিক উত্তর নিবার্চন

(Selecting the right answer/multiple choice question(MCQ)



১। সামগ্রিক আয়ের সাথে সামগ্রিক ভােগের সম্পর্ক সাধারণত:

(ক) ধনাত্মক

(খ) ঋণাত্মক

(গ) শূন্য

(ঘ) উপরের তিনটির কোনটিই নয়।

উ: (ক)


২। নিম্নের কোন চলকের পরিবর্তন প্রেক্ষিতে ভােগ (অপেক্ষক) রেখা বরাবর সঞ্চালন(movement) দেখানাে সম্ভব?

(ক) সম্পদ

(খ) দামস্তর

(গ) প্রত্যাশিত ব্যয়

(ঘ) চলতি ব্যয়যােগ্য আয়

উ: (ঘ)


৩। যদি প্রান্তিক ভােগ প্রবণতা (MPC)= 0.75 হয়, তখন 100 কোটি টাকার ব্যয়যােগ্য আয়ের পরিবর্তন দ্বারা সম্পর্কযুক্ত ভােগের পরিবর্তন কত হবে?

(ক) 60 কোটি টাকা

(খ) 75 কোটি টাকা

(গ) 90 কোটি টাকা

(ঘ) 30 কোটি টাকা

উ: (খ)


৪। 100 কোটি টাকার ব্যয়যােগ্য আয়ের পরিবর্তন হলে ভােগ বাবদ ব্যয়ের পরিবর্তন যদি হয় 90 কোটি টাকা, তখন MPC হবে-

(ক ) 0.5

(খ) 0.9

(গ) 0.8

(ঘ) 0.6

উ: (খ)


৫। 50 কোটি টাকার সম পরিমাণে ব্যয়যােগ্য আয় কমলে ভােগব্যয় কমে 45 কোটি টাকার সমান। এমতাবস্থায় MPC হবে -

(ক) 0.2

(খ) -0.1

(গ) 0.9

(ঘ) -0.9

উ: (গ)


৬। স্বল্পকালীন ভােগ অপেক্ষকে আয় বাড়লে APC

(ক) স্থির থাকে

(খ) কমে

(গ) শূন্য হয়

(ঘ) বাড়ে।

উ: (খ)

৭। চিত্রে দীর্ঘকালীন ভােগ অপেক্ষক নির্দেশক রেখা-

(ক) লম্ব অক্ষ থেকে উঠে

(খ) ভূমি অক্ষ থেকে উঠে

(গ) মূল বিন্দু থেকে উঠে

(ঘ) উপরের কোনটিই নয়।

উ: (গ)

৮। দীর্ঘকালীন ভােগ রেখা বরাবর

(ক) APC = MPC

(খ) APC> MPC

(গ) APC <MPC,

(ঘ) উপরের কোনটিই নয়

উ: (ক)


৯। দীর্ঘকালীন সরলরৈখিক ভােগ অপেক্ষকের-

(ক) APC স্থিতিশীল

(খ) APC গতিশীল

(গ) APC সাময়িক পরিবর্তনশীল

(ঘ) উপরের কোনটিই নয়

উ: (ক)



১০। স্বয়ম্ভূত ভােগ ব্যয় অপরিবর্তিত থেকে MPC বাড়লে ধনাত্মক(positive) সঞ্চয় এলাকা -

(ক) প্রসারিত হয়

(খ) সংকুচিত হয়

(গ) অপরিবর্তিত থাকে

(ঘ) উপরের কোনটিই নয়

উ: (খ)


১১। দুটি ভােগ রেখার ঢাল (বা MPC) একই থেকে স্বয়ম্ভূত ভােগের (ইন্টারসেপ্টের অর্থাৎ ছেদকের ) মান বাড়লে দুটি ভােগ রেখার পরস্পর -

(ক) ছেদ করে

(খ) সমান্তরাল হবে

(গ) মিশে যাবে

(ঘ) উপরের কোনটিই নয়

উ: (খ)

১২। ভােগ রেখা বরাবর অসঞ্চয় (অর্থাৎ ঋণজাত ভোগ ব্যয় ) এলাকাতে নির্দেশিত হয়-

(ক) APC < 1

(খ) APC>1

(গ) APC= 1

(ঘ) APC= 0

উ: (খ)


১৩। ধনাত্মক সঞ্চয় এলাকাতে ভােগ রেখা বরাবর নির্দেশিত হয়-

(ক) APC <1

(খ) APC>1

(গ) APC= 1

(ঘ) APC= 0

উ: (ক)


১৪। সঞ্চয় অপেক্ষকে প্রকাশ পায় যে,

(ক) আয় বাড়লে সঞ্চয় আয়ের সম পরিমাণে বাড়ে

(খ) আয় বাড়লে সঞ্চয় কমে

(গ) আয় বাড়লে সঞ্চয় অপরিবর্তিত থাকে

(ঘ) আয় বাড়লে সঞ্চয় বাড়ে, তবে আয় যে হারে বাড়ে , তার তুলনায় সঞ্চয় কম হারে বাড়ে।

উ: (ঘ)


১৫। বক্ৰাকৃতি ভােগ রেখা থেকে যে সঞ্চয় রেখা পাওয়া যায়, তা হবে-

(ক) সরলাকৃতি

(খ) বক্রাকৃতি

(গ) আনুভূমিক

(ঘ) উল্লম্ব ।

উ: (খ)


ধন্যবাদ।

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com


79 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page