top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Microeconomics Honours 1st year lessons - chapter 1



 
প্রশ্নঃ অর্থনীতি হল সেই বিষয় যা, মানুষের অর্থনৈতিক কার্যাবলী’ নিয়ে পর্যালােচনা করে - ব্যাখ্যা কর।
(Economics deals with human economic activities-explain .)

এখান থেকে যে প্রশ্নগুলোর উত্তর তুমি পাবে- 
(১) অর্থনৈতিক কাজ  কি ? (What are economic activities?) 
(২)  অর্থনৈতিক কাজ কয় প্রকার? (What are the types economic activities?)
(৩) অর্থনৈতিক কাজ প্রেক্ষিতে অর্থনৈতিক তত্ত্বগুলোকে  ক’টি ভাগে ভাগ করা যায় ? (How do you classify economic theories in the context of economic activities?)
(৪) তোমার নিজের ভাবনা চিন্তা থেকে অর্থনীতির একটি সংজ্ঞা দাও।(Give a definition of economics from your own thinking.)

উত্তরঃ যে কাজের ‘বিনিময় মূল্য’ আছে, এমন কাজকে অর্থনৈতিক কাজ বলে। বিনিময় মূল্যহীন কাজ অর্থনীতিতে বিবেচিত হয় না। যেমন মা তার সন্তানের সেবার জন্য কাজ করছেন, কিন্তু সেই কাজের কোন আর্থিক মূল্যায়ন হয় না। তাই মা কর্তৃক সেবা যত্নের কাজটি অর্থনীতির বিষয়গত আওতায় আসে না। কিন্তু টাকার বিনিময়ে যখন কেউ সেই কাজটি করে দেয় , তখন সম্পন্নকৃত কাজটি অর্থনৈতিক কাজ বলে বিবেচিত হয়।


অর্থনৈতিক কার্যাবলীর বিভাজন/শ্রেণীবিভাগ : মানুষের অর্থনৈতিক কাজগুলােকে প্রধানত: ৪টি ভাগে ভাগ করা হয়:

(ক) উৎপাদন(production)

(খ) বিনিময় (exchange)

(গ) বন্টন(distribution)

(ঘ) ভােগ(consumption )


অর্থনৈতিক কাজ সংশ্লিষ্ট তত্ত্বগুলো:

এসব অর্থনৈতিক কাজের সাথে সংশ্লিষ্ট যে তত্ত্বগুলো বিবেচিত হয়, সেগুলো হলো -

উৎপাদন তত্ত্ব(Theory of production)

বিনিময় তত্ত্ব(Theory of exchange)

বন্টন তত্ত্ব(Theory of distribution)

ভােগতত্ত্ব (Theory of consumption)


তাহলে অর্থনীতি হলো এমন একটি বিষয়, যা মানুষের অর্থনৈতিক কার্যাবলী ও তৎসংশ্লিষ্ট তত্ত্বগুলো নিয়ে আলোচনা করে।



এখন তোমাকে যদি বলা হয়- অর্থনীতি সম্পর্কে তোমার নিজের ভাষায়( ধারণাভিত্তিক/ কোনো অর্থনীতিবিদ প্রদত্ত সংজ্ঞা নয়) একটি সংজ্ঞা দাও-

উ: সম্পদের সীমাবদ্ধতা সাপেক্ষে নির্বাচিত /পছন্দকৃত অভাব পূরণে উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কার্যাবলীতৎসংশ্লিষ্ট তত্ত্বগুলো নিয়ে যে বিষয়গত পর্যালোচনা পরিচালিত হয়, তাই হলো অর্থনীতি।


অতি ছোট প্রশ্নের উত্তর:

(১) অর্থনৈতিক কাজ বলতে কি বুঝানাে হয়?

উ: যে কাজের বিনিময় মূল্য আছে, এমন কাজকে অর্থনৈতিক কাজ বুঝায়


(২) মানুষের অর্থনৈতিক কাজগুলােকে ক’টি ভাগে ভাগ করা হয়?

উ: ৪টি ভাগে- (ক) উৎপাদন, (খ) বিনিময়, (গ) বন্টন ও (ঘ) ভােগ।


(৩) অর্থনৈতিক কর্মসংশ্লিষ্ট অর্থনৈতিক তত্ত্বগত বিশ্লেষণ কয় প্রকার?

উ: ৪ প্রকার – (ক) উৎপাদন তত্ত্ব (খ) বিনিময় তত্ত্ব, (গ) বন্টন তত্ত্ব ও (ঘ) ভােগ তত্ত্ব





 

উৎস:




ধন্যবাদ অন্তে - প্রফেসর মনতোষ চক্রবর্তী







30 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page