top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Neo-classical school of Economics

Updated: Aug 19, 2020

নয়া-ক্লাসিক্যাল মতবাদ কি?(What is neo-classicism?)


- মনতোষ চক্রবর্তী


[নয়া-ক্লাসিক্যাল স্কুল /চিন্তাধারার প্রতিষ্ঠালগ্নের অর্থনীতিবিদ হিসাবে কে কে বিবেচিত হন ?]


প্রান্তিক বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ড, অষ্ট্রিয়া, সুইডেন ও আমেরিকার যুক্তরাষ্ট্রে নতুন নতুন অর্থনৈতিক মতবাদ সম্বলিত ‘স্কুল’ গড়ে উঠতে থাকে। সেসব স্কুলের সমন্বিত চিন্তাধারাই পরবর্তীতে নয়া ক্লাসিক্যাল মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত হয়।


অর্থনীতিতে ‘প্রান্তিক মতবাদ’(Marginalism, The Marginal School) এর পশ্চাতে যাঁরা ভূমিকা রেখেছিলেন তাঁরা হলেন- জেভনস, মেঞ্জার ও ওয়ালরাস।

অর্থনীতিতে ‘ক্লাসিক্যাল মতবাদ/ স্কুল’ এর ক্ষেত্রে যাঁরা স্মরণীয়, তারা হলেন: স্মিথ, রিকার্ডো, মিল, ম্যালথাস সে’।

‘প্রান্তিক মতবাদ’ ও ‘ক্লাসিক্যাল মতবাদ’ এর সমন্বয়ের মাধ্যমে যে মতবাদ(চিন্তাধারা) গড়ে উঠে, তাই হলাে নয়া-ক্লাসিক্যাল মতবাদ। এই মতবাদের মাধ্যমে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যেও সমন্বয় ঘটে ।


নয়া-ক্লাসিক্যাল মতবাদ বা স্কুল গঠনে তিনটি দেশ - ইংল্যান্ড, সুইডেন ও যুক্তরাষ্ট্র এর অর্থনীতিবিদরা ভূমিকা রাখেন। ইংল্যান্ডে নয়া-ক্লাসিক্যাল স্কুলের নেতৃত্ব প্রদান করেন প্রফেসর আলফ্রেড মার্শাল। নয়া-ক্লাসিক্যাল সুইডিশ স্কুলের নেতৃত্ব দেন উইকসেল। আমেরিকার যুক্তরাষ্ট্রে নেতৃত্ব প্রদানকারী হলেন ক্লার্ক, টাউসিগ এবং ফিশার।


ধন্যবাদ।

- মনতোষ চক্রবর্তী


1,713 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page