প্রশ্ন - ১৪ (ক) উৎপাদকের ভারসাম্য বলতে কি বুঝ?
(What do you mean by producer’s equilibrium?)
উৎপাদকের ভারসাম্য হলাে বাধা(সীমা) শর্ত সাপেক্ষে উৎপাদকের কাম্য অবস্থা অর্জন । সেই কাম্য অবস্থা নির্দিষ্ট ব্যয়সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ অথবা নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যে ব্যয় সর্বনিম্নকরণ বুঝানাে হয়। চিত্রে সেই দুটো ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে।
![](https://static.wixstatic.com/media/a58fb2_978b0216db3d4b1daaccc517334946b5~mv2.jpg/v1/fill/w_980,h_735,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/a58fb2_978b0216db3d4b1daaccc517334946b5~mv2.jpg)
সুতরাং নির্দিষ্ট ব্যয় বরাদ্দের মধ্যে উপাদান নিয়ােগের দ্বারা উৎপাদক যখন সর্বাধিক উৎপাদন করতে পারে, তখন সেই অবস্থাকে উৎপাদকের ভারসাম্য বলে। আবার এভাবেও বলা যায়- নির্দিষ্ট উৎপাদনের লক্ষ্যে যখন উৎপাদক (ফার্ম) সর্বনিম্ন ব্যয় সম্পন্ন উপকরণ সংমিশ্রণ নির্ধারণ করতে পারে, তখন সেই অবস্থাকেও উৎপাদকের ভারসাম্য বা কাম্য অবস্থা বলা হয়।
ধন্যবাদ।
প্রফেসর মনতোষ চক্রবর্তী
Email: manotosh.chakravarty@gmail.com
Comments