top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Relationship between APC and MPC in the short run and long run

Updated: Jul 6, 2020




উ: স্বল্পকালীন ভােগ অপেক্ষকে APC>MPC :

স্বল্পকালীন ভােগ অপেক্ষকে APC > MPC হয় । C = 100 + 0.5Y লিনিয়ার সমীকরণ ভিত্তিতে স্বল্পকালীন ভােগ অপেক্ষকের চিত্র অংকন করা হলো । বিবেচ্য সমীকরণে ঢাল বা MPC স্থির(=0.5) থাকায় ভােগ রেখা এখানে সরলাকৃতি ও উর্দ্ধগামী হয়েছে। ।






এখানে বলা যায় যে, Y এর বিভিন্ন মানের ক্ষেত্রে APC এর মান বিভিন্ন হয়, কিন্তু MPC এখানে স্থির থাকে।






চিত্রে প্রাপ্ত ভােগ রেখার i, B, f বিন্দুতে যথাক্রমে APC=1.5, 1 ও 0.83 হয়। কিন্তু সর্বত্রই MPC= 0.5। APC =C / Y =(100/Y)+0.5 থেকে আরো বলা যায় Y এর যে কোনো ধনাত্মক মানের ক্ষেত্রে APC> 0.5 হবে। কাজেই প্রমাণিত হলো- স্বল্পকালীন ভােগ অপেক্ষকে APC > MPC হয় ।







দীর্ঘকালে APC=MPC

দীর্ঘকালীন ভােগ অপেক্ষকে আয় যাই হােক না কেন, APC স্থির থাকে। যেমন, দীর্ঘকালীন ভােগ সমীকরণ





এক্ষেত্রে Y এর মান যাই হােক না কেন, APC এর মান সর্বত্র একই। আর C = 0.5Y হলে, MPC = 0.5। কাজেই দীর্ঘকালে APC=MPC=0.5। চিত্রে তা লক্ষ্য করা যায়।








708 views0 comments

Recent Posts

See All

Comentários


bottom of page