top of page
Search

Self Test on a question paper of microeconomics, 2010

Writer: Prof Manotosh ChakravartyProf Manotosh Chakravarty



প্রশ্নপত্রের সমাধান

- মনতোষ চক্রবর্তী

দ্রষ্টব্য(note)-প্রশ্ন ১(ক) সংক্রান্ত: আধুনিক অর্থনীতির জনক কে? -এ প্রশ্নের উত্তর নয় মতান্তর আছে, তবে বেশির ভাগ চিন্তাবিদ মনে করেন, সুবিন্যস্ত অর্থনীতির সূত্রপাতকে আধুনিক অর্থনীতি বলা যায়, আর তাই Adam Smith হলেন সুবিন্যস্ত অর্থনীতি তথা আধুনিক অর্থনীতির জনক। আবার কারো কারো মতে Adam Smith হলেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, আর Paul A. Samuelson গাণিতিক যুক্তিসিদ্ধতার মাধ্যমে অর্থনীতিকে আধুনিক করে তুলেছেন। সুতরাং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ Paul A. Samuelson হলেন আধুনিক অর্থনীতির জনক। কাজেই ১(ক) প্রশ্নটির উত্তরে ভিন্ন ভিন্ন যুক্তির প্রেক্ষিতে Adam Smith ও Paul A. Samuelson এর যে কোনো একজনের নাম উল্লেখ করলে তা সঠিক হবে। আরো সঠিক হবে পরীক্ষার্থী যদি উত্তরে লেখে- আধুনিক অর্থনীতির জনক হিসাবে সুবিন্যস্ততার দিক থেকে হলেন Adam Smith এবং মতান্তরে গাণিতিক যুক্তিসিদ্ধতার দিক থেকে হলেন Paul A. Samuelson.






ধন্যবাদ -

মনতোষ চক্রবর্তী


 
 
 

Comments


bottom of page