top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Self Test on concepts of demand in microeconomics



মৌলিক ব্যষ্টিক অর্থনীতি

পরীক্ষা প্রস্তুতি: নিজেকে যাচাই (Self Test)

চাহিদা সংক্রান্ত নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষেপে উত্তর দাও।


-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com


প্রশ্নঃ

১। চাহিদা বিশ্লেষণে যে দ্রব্যের কথা বলা হয়, তা কি মুক্ত দ্রব্য (free good) নাকি অর্থনৈতিক দ্রব্য (economic good) ? উ: অর্থনৈতিক দ্রব্য।


২। মুক্ত দ্রব্য (free good) কি? উ: যে দ্রব্য অবাধে পাওয়া যায় এবং যার জন্য দাম দিতে হয় না, তাই হলো মুক্ত দ্রব্য।


৩। চাহিদা সংক্রান্ত বিশ্লেষণে কেন মুক্ত দ্রব্য বিবেচিত হয় না? উ: কারণ মুক্ত দ্রব্য অবাধে এমনিতেই পাওয়া যায়, তার জন্য দাম (বিনিময় মূল্য) দিতে হয় না, আর বাস্তবে দাম-বিহীন অথনীতিতে চাহিদা হতে পারে না। কাজেই চাহিদা সংক্রান্ত বিশ্লেষণে মুক্ত দ্রব্য-এর স্থান নেই।


৪। কোনাে কিছু পাওয়ার আকাঙ্খাকে(desire) চাহিদা বলা যায় কি? উ: আকাঙ্খাকে কোনাে কিছু পাওয়ার পাওয়ার মনোগত তাগিদ বলা যায়, কিন্তু চাহিদা বলা যায় না, কারণ আকাঙ্খার সাথে ক্রয়ের ইচ্ছা এবং ক্রয়ের ক্ষমতার সম্মিলন ঘটলেই কেবল চাহিদা হয়।


৫। অর্থনৈতিক দ্রব্যের দাম কয় ধরণের? উ: অর্থনৈতিক দ্রব্যের দাম দু' ধরণের- প্রচলিত বা প্রকৃত দাম (actual price) এবং প্রত্যাশিত দাম (expected / anticipated price)।


৬। ব্যক্তির চাহিদা (individual demand) ও বাজার চাহিদা (market demand) কি কি বিষয়ের উপর নির্ভর করে? উ: ব্যক্তির / ব্যক্তিবর্গের প্রয়ােজন(আকাঙ্খা), রুচি পছন্দ, আয়, দ্রব্যের নিজস্ব দাম, সম্পর্কযুক্ত অন্যান্য দ্রব্যের দাম- এসবের উপর ব্যক্তিগত ও বাজার চাহিদা নির্ভর করে।


৭। নিজ দাম ছাড়া কোনো দ্রব্যের চাহিদা নির্ধারণকারী অপর একটি উপাদান উল্লেখ কর।

উ: ক্রেতার আয় ।


৮। অন্যান্য অবস্থা স্থির থেকে কোন দ্রব্যের দাম পরিবর্তনের সাথে সেই দ্রব্যের চাহিদার ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে, তাকে কি বলা হয়? উ: চাহিদার পরিমাণগত পরিবর্তন (changes in quantity demanded) অথবা চাহিদার সংকোচন-প্রসারণ (expansion-contraction in demand) ।


৯। দেশে জন্মের হার (birth rate) বাড়লে শিশু-খাদ্য (baby food) এর দাম-চাহিদা রেখার উপর কি প্রভাব পড়বে? উ: শিশু খাদ্যের চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হবে অর্থাৎ তার চাহিদার বৃদ্ধি ঘটবে ।


১০। গিফেন দ্রব্য (Giffen good) এর চাহিদা রেখার আকৃতি কিরূপ হয়? উ: ঊর্ধ্বমুখী ধনাত্মক ঢাল সম্পন্ন।


১১। ক্রিকেট বলের দাম অপরিবর্তিত থেকে ক্রিকেট-ব্যাটের দাম বাজারে কমে গেলে বলের চাহিদা রেখার উপর কি প্রভাব পড়বে? উ: বলের চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হবে।


১২। মােবাইল ফোনের/ অথবা ইন্টারনেট কল চার্জ বাড়লে ডাক বিভাগের ‘এনভেলপের’ চাহিদা রেখার উপর কি প্রভাব পড়বে? উ: এনভেলপের চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে।


১৩। নিকৃষ্ট দ্রব্যের (inferior good) আয় চাহিদা রেখা (income demand curve) কিরূপ হয়? উ: নিকৃষ্ট দ্রব্যের আয় চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয়।


১৪। চাহিদা রেখার ঢাল (slope) কিভাবে নির্দেশ করা যায় ?

১৫। চাহিদা রেখার ডানদিকে স্থান পরিবর্তনের (shifting) অর্থ কি? উ: চাহিদার বৃদ্ধি (increase in demand) ।


১৬। চাহিদা রেখা বামদিকে স্থান পরিবর্তনের অর্থ কি? উ: চাহিদার হ্রাস (decrease in demand)।


১৭। যুক্ত / যুগ্ম চাহিদা (joint demand) কি? উ: একটি দ্রব্যের(বা সেবার) চাহিদার সাথে যদি অপর একটি দ্রব্যের(বা সেবার) প্রয়ােজন(চাহিদা অনুভূত) হয়, তবে উক্ত দুটি দ্রব্যের (বা সেবার) একযোগে চাহিদাকে যুক্ত চাহিদা বলে।

১৮। উপাদানের চাহিদা (factor demand or input demand) কে কেন উদ্ভুত চাহিদা (derived demand) বলা হয়? উ: কোন দ্রব্যের চাহিদা থাকলে সেই দ্রব্য উৎপাদনের জন্য উপাদানের চাহিদা সৃষ্টি হয় , তাই তাকে উদ্ভুত চাহিদা বলে।


১৯। ‘একটি দ্রব্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে’- এ কথাটি কি সর্বদাই সত্য? উ: সত্য নয়, ব্যতিক্রমও আছে।


২০। স্বাভাবিক দ্রব্যের (normal good) আয়-চাহিদা রেখা কিরূপ হয়? উ: ঊর্ধ্বগামী।


২১। গিফেন দ্রব্য ও নিকৃষ্ট দ্রব্যের আয়-চাহিদা রেখা কিরূপ হয়? উ: নিম্নগামী।


২২। মূলধন দ্রব্যের (capital goods) চাহিদাকে কেন উদ্ভুত চাহিদা (derived demand) বলে? উ: ভােগ্য দ্রব্যের চাহিদার উপর মূলধন দ্রব্যের চাহিদা অনেকাংশে নির্ভর করে, তাই মূলধন দ্রব্যের চাহিদাকে উদ্ভূত চাহিদা (derived demand) বলে ।


২৩। ইস্পাতের চাহিদা কি উদ্ভুত চাহিদা ? উ: নির্মাণের (construction) চাহিদা বা শিল্পক্ষেত্রে যন্ত্রপাতির চাহিদার উপর ইস্পাতের চাহিদা নির্ভরশীল বিধায় ইস্পাতের চাহিদাকে উদ্ভুত চাহিদা বলা যায়।


২৪। সংমিশ্ৰিত চাহিদা (composite demand ) কি? উ: বিভিন্ন ধরণের ব্যবহারের উদ্দেশ্যে কোন দ্রব্যের(যেমন- বিদ্যুত, খনিজ তেল, দুধ ) চাহিদা দেখা দিলে সেই চাহিদাকে সংমিশ্রিত চাহিদা বলা হয়।


২৫। চাহিদা অপেক্ষক (demand function) কি? উ: দ্রব্যের নিজ দাম(Px), ক্রেতার আয় (M), সম্পর্কযুক্ত অন্যান্য দ্রব্যের (বা, সেবা) দাম (Pr), ক্রেতার রুচি-পছন্দ (T) এরূপ বিভিন্ন উপাদানের উপর চাহিদার পরিমাণের (Qx) নির্ভরশীলতার সম্পর্ককে (f) চাহিদা অপেক্ষক বলে অর্থাৎ Qx=f (Px , M , Pr , T ) ।


২৬। দাম-চাহিদা অপেক্ষক (price-demand function) কি? উ: অন্যান্য অবস্থা স্থির (ceteris paribus বা সংক্ষেপে cet.par. বলে) থেকে যদি দ্রব্যের নিজ দামের উপর সেই দ্রব্যের চাহিদার পরিমাণ নির্ভর করে, সেই অপেক্ষককে দাম-চাহিদা অপেক্ষক বা সাধারণভাবে চাহিদা অপেক্ষক বলে।


২৭। আয়-চাহিদা অপেক্ষক (income-demand function) কি? উ: অন্যান্য অবস্থা স্থির থেকে ভােক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদার পরিমাণের নির্ভরশীলতা যে অপেক্ষকের দ্বারা প্রকাশ পায়, তাকে আয়-চাহিদা অপেক্ষক বলে।


২৮। আড়াআড়ি চাহিদা বা ক্রস চাহিদা অপেক্ষক (cross demand function) কি? উ: অন্যান্য অবস্থা স্থির থেকে সম্পর্কযুক্ত দ্রব্য (বিকল্প বা পরিপূরক দ্রব্য) এর দামের উপর বিবেচ্য দ্রব্যের চাহিদার পরিমাণের নির্ভরশীলতাকে আড়াআড়ি বা ক্রস চাহিদা অপেক্ষক বলে ।


২৯। ব্যক্তি পর্যায়ের চাহিদা অপেক্ষক (individual demand function) কি? উ: চাহিদার নির্ধারকগুলাের উপর কোনো ব্যক্তির দ্রব্য বা সেবার চাহিদার পরিমাণের নির্ভরশীলতাকে ব্যক্তি পর্যায়ের চাহিদা অপেক্ষক বলে।


৩০। বাজার চাহিদা (market demand) কি? উ: ‘নির্দিষ্ট সময়ে’ ‘নির্দিষ্ট দামে’ কোনো দ্রব্য বা সেবার প্রতি বিভিন্ন ব্যক্তির চাহিদার পরিমাণের সমষ্টিকরণকে বাজার চাহিদা বলে ।


-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com


57 views0 comments

Recent Posts

See All

Commentaires


bottom of page