top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Self test on linear and rectangular hyperbolic demand curves


প্রশ্নগুলোর উত্তর:


1. চিত্র-১ এর চাহিদা রেখা সরলাকৃতি বা লিনিয়ার, যার ঢাল সর্বত্র একই (অভিন্ন )। চিত্র -২ এর চাহিদা রেখা সমপরাবৃত্তাকার, যার প্রত্যেক বিন্দুতে প্রাপ্ত আয়তক্ষেত্রগুলো (ক্ষেত্রফল) সমান।


2. ভোক্তার ব্যয়= দাম গুণন চাহিদার পরিমাণ = p .q

চিত্র-১ এর বিভিন্ন বিন্দু a,b ,c ,d ,e তে যথাক্রমে ভোক্তার ব্যয় হলো 0(শূন্য), 16, 15, 12, 7 টাকা।

চিত্র-২ এর e ,f ,g ,h ,i এরকম সকল বিন্দুতে ব্যয় সমান, তা হলো 8(আট) টাকা।

তাহলে দুটি চিত্রের চাহিদা রেখার মধ্যে পার্থক্য হলো - সরলাকৃতি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে ভোক্তার ব্যয় (বা বিক্রেতার আয় বা রেভিনিউ) বিভিন্ন, কিন্তু সমপরাবৃত্তাকার চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে ভোক্তার ব্যয়(বা বিক্রেতার আয় বা রেভিনিউ) সমান (স্থির) থাকে।


3. চিত্র-১ এর সরলাকৃতি চাহিদা রেখার মধ্যবিন্দু ( b) -তে চাহিদার স্থিতিস্থাপকতা ১ এর (এককের) সমান।


4. চিত্র-২ এর e ,f ,g ,h ,i এরকম সকল বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা ১ এর (এককের) সমান।


5. চিত্র-১ এর চাহিদা রেখাতে p =4 টাকায় সরলাকৃতি চাহিদা রেখার মধ্যবিন্দু ( b) তে চাহিদার স্থিতিস্থাপকতা ১ এর (এককের) সমান, আর চিত্র-২ এর সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সকল বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা ১ এর (এককের) সমান হওয়ায় বলা যায় p =4 টাকায় b ও f বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা একই।


ধন্যবাদ। -প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com



67 views0 comments

Recent Posts

See All

Commenti


bottom of page