top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Self test on market equilibrium in Basic microeconomics

উত্তরঃ


1. বাজার ভারসাম্য a বিন্দুতে নির্ধারিত হয়।


2. ভারসাম্য দাম OP0 ও ভারসাম্য পরিমাণ OQ0


3. যে দামে চাহিদা ও যােগানের পরিমাণ সমান, তাকে বলে ভারসাম্য দাম বা বাজার দাম। আর দ্রব্যের যে পরিমাণের ক্ষেত্রে চাহিদা দাম ও যােগান দাম সমান, তাকে বলে ভারসাম্য পরিমাণ।


4. ভারসাম্য দামে অতিরিক্ত চাহিদা অথবা অতিরিক্ত যোগান শূন্য (০) হয়[ অর্থাৎ কোনো অতিরিক্ত চাহিদা অথবা অতিরিক্ত যোগান থাকে না , কারণ ভারসাম্য দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান ]।


5. P1 ও P2 উভয় দামেই অ-ভারসাম্য থাকে, কারণ উভয় দামেই চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান থাকে।


6. P2 দামে চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বেশি , তাই বাজারে উদ্বৃত্ত হলো de এবং P1 দামে চাহিদার তুলনায় যোগানের পরিমাণ কম, তাই বাজারে ঘাটতি হলো bc ।


ধন্যবাদ।

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

30 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page