top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Self test on market equilibrium of microeconomics


মৌলিক ব্যষ্টিক অর্থনীতি : Self Test

বাজার ভারসাম্য/ যােগান - চাহিদার ভারসাম্য (Market equilibrium / supply -demand equilibrium)



1.ভারসাম্য কি?(What is equilibrium?)

উ: অর্থনীতিতে ভারসাম্য বলতে সেই অবস্থাকে বুঝানাে হয়, যেখানে পরস্পর বিরােধী শক্তি সমতাসূচক অবস্থায় পৌছায় ও তা থেকে তাদের কারাের সরে যাওয়ার কোন প্রবণতা থাকে না।


2.আংশিক ভারসাম্য কি?(What is partial equilibrium?)

উ: সীমিত তথ্যের’ প্রক্ষাপটে ‘অন্যান্য অবস্থা অপরিবর্তিত’(Ceteris paribus) ধরে অর্থনৈতিক চলকের একটি নির্দিষ্ট সেটের ভিত্তিতে যে ভারসাম্য অবস্থা বিবেচিত হয়, তাকে আংশিক ভারসাম্য বলে।


3.বাজার ভারসাম্য কি?(What is market equilibrium?)

উ: নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট দ্রব্য (বা উপকরণের) চাহিদা ও যােগানের সমতার দ্বারা যে ভারসাম্য অর্জিত হয়, তাকে বাজার ভারসাম্য বলে।


4.ভারসাম্য দাম বা বাজার দাম কি?(What is equilibrium price or market price ?)

উ: যে দামে চাহিদা ও যােগানের পরিমাণ সমান, তাকে বলে ভারসাম্য দাম বা বাজার দাম।


5.ভারসাম্য পরিমাণ কি?(What is equilibrium quantity ?)

উ: যে পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দাম ও যােগান দাম সমান, তাকে বলে ভারসাম্য পরিমাণ।


6.বাজার-অর্থনৈতিক মডেল কি?(What is market equilibrium model ?)

উ: নির্দিষ্ট লক্ষ্যকে সম্মুখে রেখে যখন গাণিতিক সমীকরণ বা চিত্রের সেটের মাধ্যমে চাহিদা ও যােগান সম্পর্কিত চলকগুলাের আন্তঃসম্পর্ক নির্দেশ করা হয় এবং তা থেকে বাজার কাঠামােতে সিদ্ধান্ত গ্রহণের সুযােগ থাকে, তখন সেই সমীকরণ বা চিত্র- সেটের সমন্বিত রূপকে বাজার-অর্থনৈতিক মডেল বলে।


7.একক বাজার ভারসাম্য কি?(What is single market equilibrium ?)

উ: একক বাজার ভারসাম্য বলতে একটি বাজারের (দ্রব্য বাজার বা উপকরণ বাজার যাই হােক না কেন) ক্রেতা ও বিক্রেতাদের আচরণের সমন্বিত রূপায়নে অর্জিত স্থিতাবস্থাকে বুঝানাে হয়।


8. বহু বাজার ভারসাম্য কি?(What is multi-market equilibrium ?)

উ: বিভিন্ন বাজার ভারসাম্যের সমন্বিত অবস্থাকে বহু বাজার ভারসাম্য বলে।


9.স্বল্পকালীন বাজার ভারসাম্য কি?(What is short run market equilibrium?)

উ: অপরিবর্তনীয় উৎপাদন প্ল্যান্ট সাপেক্ষে বাজার যােগান ও বাজার চাহিদার সমম্বিত স্থিতাবস্থাকে স্বল্পকালীন বাজার ভারসাম্য বলে।


10. দীর্ঘকালীন বাজার ভারসাম্য কি?(What is long run market equilibrium ?)

উ: উৎপাদন প্ল্যান্টের পরিবর্তনযােগ্যতা সাপেক্ষে দীর্ঘকালীন বাজার যােগান ও দীর্ঘকালীন বাজার চাহিদার সমতার মাধ্যমে অর্জিত ভারসাম্যকে দীর্ঘকালীন বাজার ভারসাম্য বলে।


11. স্থিতীয় বাজার ভারসাম্য কি?(What is static market equilibrium?)

উ: একটি নির্দিষ্ট সময়-বিন্দুতে বিবেচ্য বাজার চাহিদা ও বাজার যােগানের সমতা নির্দেশক অবস্থাই হলাে স্থিতীয় ভারসাম্য/ স্থিতীয় বাজার ভারসাম্য। |


12. তুলনামূলক স্থিতীয় ভারসাম্য বলতে কি বুঝ?(What is comparative static equilibrium?)

উ: একাধিক স্থিতীয় ভারসাম্যের তুলনামূলক উপস্থাপনই হলাে তুলনামূলক স্থিতীয় ভারসাম্য।


13. গতীয় ভারসাম্য কি?(What is dynamic equilibrium?)

উ: সময়ের পরিবর্তন বিবেচনা সাপেক্ষে যে ভারসাম্য বিশ্লেষণ পরিচালিত হয়, সেই ভারসাম্যকে গতীয় ভারসাম্য বলে।


14. স্থায়ী ভারসাম্য কি?(What is stable Equilibrium?)

উ: ভারসাম্য সাময়িকভাবে বিঘ্নিত হলেও যে ভারসাম্য পুনরায় অর্জিত হয়, তাকে স্থায়ী ভারসাম্য বলা হয়।


15. অস্থায়ী ভারসাম্য কি?(What is unstable Equilibrium?)

উ: একবার ভারসাম্যের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলে যা ভারসাম্যে ফিরে আসতে পারে না, তাকে অস্থায়ী ভারসাম্য বলে।


16. নিরপেক্ষ ভারসাম্য বা ভারসাম্যের উপ-স্থায়িত্ব কি?(What is Neutral/ semi stable equilibrium?)

উ: ভারসাম্য পূর্বাবস্থায় ফিরে না গিয়ে যখন নতুন কোন ভারসাম্য অর্জিত হয়, তখন পূর্বাপর ভারসাম্যকে নিরপেক্ষ ভারসাম্য বলে। তাকে ভারসাম্যের উপ-স্থায়িত্বও বলা হয়।


17. শ্রম বাজারে ভারসাম্য কি?(What is labour market equilibrium?)

উ: শ্রম বাজারে শ্রমের চাহিদা ও শ্রমের যােগানের সমতার দ্বারা যে ভারসাম্য নির্ধারিত হয়, তাকে শ্রম বাজারে ভারসাম্য বলে।


-প্রফেসর মনতোষ চক্রবর্তী


36 views0 comments

Recent Posts

See All

コメント


bottom of page