top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

The circular flow of an economy




চিত্র-সংশ্লিষ্ট প্রশ্নগুলাের উত্তর দাও-

১. চিত্রে অর্থনীতির কয়টি খাত(sector) বিবেচনা করা হয়েছে আর সেগুলাে কি কি?

উঃ অর্থনীতির দুটি খাত এখানে বিবেচিত -(ক) পরিবার(household) ও (খ) ফার্ম(firm)।

২. চিত্রে কয়টি প্রবাহ(flow) দেখানাে হয়েছে, সেগুলাে কি কি?

উঃ বিবেচ্য চিত্রে ৪(চার)টি প্রবাহ দেখানো হয়েছে -(১) উপাদান বা সম্পদ বা উপকরণ প্রবাহ (২) উৎপন্ন দ্রব্য ও সেবার প্রবাহ (৩) ব্যয় প্রবাহ (৪) আয় প্রবাহ।

৩. চিত্রে নির্দেশিত প্রবাহগুলো মধ্যে কোনগুলো প্রকৃত প্রবাহ(real flow) এবং কোনগুলো আর্থিক প্রবাহ(money flow ) ?

উঃ বিবেচ্য চিত্রে (১) ও (২) হলো প্রকৃত প্রবাহ এবং (৩) ও (৪) হলো অর্থভিত্তিক (আর্থিক) প্রবাহ।

৪. কোন দুটি প্রবাহ নিয়ে উৎপাদন অপেক্ষক (production function) নির্দেশিত হয়?

উঃ (১) ও (২) নং প্রবাহ নিয়ে উৎপাদন অপেক্ষক নির্দেশিত হয়, অর্থাৎ উপাদান বা সম্পদ বা উপকরণ এর উপর দ্রব্য ও সেবার উৎপাদন নির্ভরশীলতা প্রকাশ পায়।

৫. আয় ও ব্যয়ের সমতা(income -expenditure equality) কোন দুটি প্রবাহ দ্বারা দেখানাে হয়?

উঃ (৩) ও (৪) নং প্রবাহ প্রেক্ষিতে আয় ও ব্যয়ের সমতা প্রকাশ পায়।

৬. উপাদানের মালিকানা কোন খাতের হাতে ন্যস্ত ও উপাদান সরবরাহকারী / বিক্রেতা কে এবং ক্রেতাই বা কে?

উঃ উপাদানের মালিকানা পারিবারিক খাতে ন্যস্ত, উপাদান সরবরাহকারী / বিক্রেতা হলো পরিবার আর উপাদানের ক্রেতা হলো ফার্ম।

৭. পণ্য ও সেবা কে সরবরাহ / বিক্রয় করে এবং কে তা ক্রয় করে?

উঃ উৎপন্ন পণ্য ও সেবা ফার্ম সরবরাহ / বিক্রয় করে এবং পরিবারগুলো তা ক্রয় করে।

৮. উপাদান ক্রয়-বিক্রয় থেকে কারা আয় পায় ও কারা তার জন্য ব্যয় করে?

উঃ উপাদান সরবরাহকারী / বিক্রেতা হিসাবে পরিবার আয় পায়, আর উৎপাদন ক্ষেত্রে ব্যবহারের জন্য ফার্মগুলো উপাদান ক্রয় বাবদ অর্থ ব্যয় করে।

৯. চূড়ান্ত দ্রব্য ও সেবার (final goods and services) বাজারে কে ক্রেতা ও কে বিক্রেতা, সেখানে কে আয় পায় ও কে ব্যয় করে?

উঃ চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজারে পরিবারগুলো হলো ক্রেতা , আর তা ক্রয়বাবদ তাদেরকে অর্থ ব্যয় করতে হয়। অপরদিকে চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজারে বিক্রেতা হলো ফার্ম, যারা সেই বিক্রয় থেকে আয় পায়।

১০. বিবেচ্য চিত্রে কয় ধরণের বাজার(types of market) বিবেচিত হয়েছে?

উঃ দুই ধরণের বাজার- (১) উপাদান / সম্পদ / উপকরণ বাজার(factor / resource / input market ) এবং (২) উৎপন্ন বাজার(product market) বা দ্রব্য ও সেবার বাজার(Goods and services market)।

১১. বিবেচ্য চক্রাকার প্রবাহকে কি নামে অভিহিত করা যায়?

উঃ সহজ (সিম্পল) চক্রাকার প্রবাহ মডেল (Simple Model of Circular Flow) বা দ্বি-খাত সম্পন্ন চক্রাকার প্রবাহ (Two -sectoral circular flow) ।


ধন্যবাদ।

-প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.com



25 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page