top of page
Search

The GDP Deflator

Writer's picture: Prof Manotosh ChakravartyProf Manotosh Chakravarty








সংজ্ঞা ও সূত্র: প্রকৃত জিডিপি ভিত্তিক আর্থিক জিডিপি এর অনুপাত এর শতাংশ প্রেক্ষিত নির্দেশনাকে জিডিপি ডিফ্লেটর বলে। অর্থাৎ

[বিকল্প সংজ্ঞা: জিডিপি ডিফ্লেটর হল দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের সীমানার ভিতরে একটি বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবার গড় দামস্তরের একটি পরিমাপক। ]


[বিকল্প সংজ্ঞা: জিডিপি ডিফ্লেটর হল একটি উপাদান, যার মাধ্যমে প্রাপ্ত নামিক বা আর্থিক জিডিপি কে সামঞ্জস্য বিধান করে প্রকৃত জিডিপি সম্পর্কে ধারণা পাওয়া যায়।]


জিডিপি ডিফ্লেটর প্রসঙ্গে কতিপয় প্রশ্ন ও তাদের সংক্ষিপ্ত উত্তর -

(১) জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের জন্য কি কি ধাপ আছে ?

(২) জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের উদাহরণ / পদ্ধতি নির্দেশ কর।

(৩) জিডিপি ডিফ্লেটরের মাধ্যমে মূল্যস্ফীতির হার কিভাবে হিসাব করা যায় ?

(৪) আর্থিক বা নামিক জিডিপি কি?

(৫) প্রকৃত জিডিপি কি?

(৬) ভিত্তি বছরে নামিক জিডিপি ও প্রকৃত জিডিপি কি ভিন্ন নাকি অভিন্ন ?

(৭) জিডিপি ডিফ্লেটর হিসাবের সূত্রটি কি?

(৮) জিডিপি ডিফ্লেটরকে আর কি কি নামে চিহ্নিত করা হয়?

(৯) CPI ও জিডিপি ডিফ্লেটর এর মূল পার্থক্য কি?

(১০) জিডিপি ডিফ্লেটর-এর গুরুত্ব / তাৎপর্য / প্রয়োজনীয়তা কি?


প্রশ্ন: (১) জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয় ?

উত্তর: জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের ধাপগুলো হলো -

ক ) ১টি দেশের বিভিন্ন বছরে দেশীয় সীমানায় উৎপাদিত পণ্য/ সেবা ও তাদের নিজ নিজ দাম এর তথ্য পেতে হবে।

খ ) সেই তথ্য থেকে দাম গুণন উৎপন্ন পণ্য / সেবা থেকে সমাজের মোট ব্যয় বা উৎপন্ন পণ্য / সেবার আর্থিক মূল্য হিসাব করতে হবে। এ থেকে পাওয়া যাবে আর্থিক বা নামিক জিডিপি।

গ ) ভিত্তি বছর নির্বাচন করতে হবে।

ঘ) ভিত্তি বছরের দামের প্রেক্ষিতে বিভিন্ন বছরের পণ্য ও সেবার গুনফল থেকে প্রকৃত জিডিপি পেতে হবে।

ঙ) প্রাপ্ত আর্থিক বা নামিক জিডিপি-কে প্রকৃত জিডিপি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে ১০০ দ্বারা গুণ করলে পাওয়া যায় জিডিপি ডিফ্লেটর।


প্রশ্ন: (২) জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের উদাহরণ / পদ্ধতি নির্দেশ করো।


উত্তর: জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের উদাহরণ / পদ্ধতি


(i) ১টি দেশ, ৩টি বছর , দুটি পণ্য( X1, X2) ও সেই দুটি পণ্যের দাম (P1, P2) বিবেচনা করা হলো:



(ii ) বিবেচ্য দেশে আর্থিক বা নামিক (Nominal) জিডিপি নির্ণয় :





(iii) 2017 কে ভিত্তি বছর ধরে 2017 এর দামের ভিত্তিতে ২০১৭, ২০১৮ ও ২০১৯ এর প্রকৃত জিডিপি নির্ণয়:


(iv) GDP ডিফ্লেটর=আর্থিক GDP প্রকৃত GDP সূত্র প্রয়োগ করে GDP ডিফ্লেটর নির্ণয় :



প্রশ্ন: (৩) জিডিপি ডিফ্লেটরের মাধ্যমে মূল্যস্ফীতির হার কিভাবে হিসাব করা যায় ?

উত্তর: উপরের টেবিল থেকে GDP ডিফ্লেটর এর মাধ্যমে মূল্যস্ফীতির হার হিসাব করা যায়।




প্রশ্ন: (৪) আর্থিক বা নামিক জিডিপি কি?

উত্তর: দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের সীমানার ভিতরে বছরে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য হল নামিক বা আর্থিক দেশজ জাতীয় উৎপাদন।


প্রশ্ন:(৫) প্রকৃত জিডিপি কি?

উত্তর: ভিত্তি বছরের(যা আদর্শ বছর বা বিগত কোনো বছর হতে পারে) দাম প্রেক্ষিতে সামজ্ঞস্যকৃত দেশজ জাতীয় উৎপাদনকে প্রকৃত জাতীয় উৎপাদন বলে।


প্রশ্ন: (৬) ভিত্তি বছরে নামিক জিডিপি ও প্রকৃত জিডিপি কি ভিন্ন নাকি অভিন্ন ?

উত্তর: ভিত্তি বছরে নামিক জিডিপি ও প্রকৃত জিডিপি অভিন্ন হয়।


প্রশ্ন:(৭) জিডিপি ডিফ্লেটর হিসাবের সূত্রটি কি?


প্রশ্ন:(৮) জিডিপি ডিফ্লেটরকে আর কি কি নামে চিহ্নিত/ অভিহিত করা হয়?

উত্তর: জিডিপি ডিফ্লেটর কে ‘জিডিপি প্রাইস ডিফ্লেটর’(মোট দেশজ উৎপাদনের দাম সংকোচক) বলা হয় বা ‘জিডিপির ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটর’ (অব্যক্ত মূল্য- সংকোচক) বলে।


প্রশ্ন: (৯) CPI ও জিডিপি ডিফ্লেটর এর মূল পার্থক্য কি?

উত্তর: CPI হলো ভোক্তার দাম সূচক(Consumer price index)। ভোক্তা কর্তৃক পণ্য বা সেবার নির্দিষ্ট গুচ্ছ (bundle / basket ) ক্রয়বাবদ ব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করে দামসূচক নির্ণয়ের পদ্ধতিকে CPI বলেI CPI তে ভোক্তা কর্তৃক পণ্য বা সেবার নির্দিষ্ট গুচ্ছ ক্রয় বিবেচিত হয়, কিন্তু ভোগ্য দ্রব্য ছাড়াও দেশে মূলধন দ্রব্য বা ফার্ম কর্তৃক নানা পণ্য(উপাদান) ও সেবা ক্রয় করা হয়I জিডিপি ডিফ্লেটরে তাই পণ্য ও সেবা বিবেচনার পরিধি অনেক প্রসারিত। CPI তে কোনো আমদানি পণ্য বা সেবা অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু জিডিপি ডিফ্লেটরে আমদানি পণ্য বা সেবা অন্তর্ভুক্ত হয় না। কারণ জিডিপি-তে কেবল দেশীয় সীমানার ভীত উৎপাদিত পণ্য বা সেবা স্থান পায়।


প্রশ্ন:(১০) জিডিপি ডিফ্লেটর-এর গুরুত্ব / তাৎপর্য / প্রয়োজনীয়তা কি?

উত্তর: (ক) সমগ্র অর্থনীতির সার্বিক দামস্তর(গড় দামস্তর) সম্পর্কে জানতে হলে প্রয়োজন হয় জিডিপি ডিফ্লেটর এর।

(খ) জিডিপি ডিফ্লেটর হলো একটি দাম সূচক (প্রাইস ইন্ডেক্স) যার দ্বারা মূল্যস্ফীতি বা মূল্য সংকোচন পরিমাপ করা হয়।

(গ ) জিডিপি ডিফ্লেটর দ্বারা আর্থিক জিডিপি এবং প্রকৃত জিডিপি সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।





2,064 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page