![](https://static.wixstatic.com/media/a58fb2_946df11d68f74e52ad0b48aece9022cb~mv2.png/v1/fill/w_609,h_328,al_c,q_85,enc_auto/a58fb2_946df11d68f74e52ad0b48aece9022cb~mv2.png)
সংজ্ঞা ও সূত্র: প্রকৃত জিডিপি ভিত্তিক আর্থিক জিডিপি এর অনুপাত এর শতাংশ প্রেক্ষিত নির্দেশনাকে জিডিপি ডিফ্লেটর বলে। অর্থাৎ
![](https://static.wixstatic.com/media/a58fb2_c4133958865a4d37bd5c0ff82840a074~mv2.png/v1/fill/w_599,h_79,al_c,q_85,enc_auto/a58fb2_c4133958865a4d37bd5c0ff82840a074~mv2.png)
[বিকল্প সংজ্ঞা: জিডিপি ডিফ্লেটর হল দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের সীমানার ভিতরে একটি বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবার গড় দামস্তরের একটি পরিমাপক। ]
[বিকল্প সংজ্ঞা: জিডিপি ডিফ্লেটর হল একটি উপাদান, যার মাধ্যমে প্রাপ্ত নামিক বা আর্থিক জিডিপি কে সামঞ্জস্য বিধান করে প্রকৃত জিডিপি সম্পর্কে ধারণা পাওয়া যায়।]
জিডিপি ডিফ্লেটর প্রসঙ্গে কতিপয় প্রশ্ন ও তাদের সংক্ষিপ্ত উত্তর -
(১) জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের জন্য কি কি ধাপ আছে ?
(২) জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের উদাহরণ / পদ্ধতি নির্দেশ কর।
(৩) জিডিপি ডিফ্লেটরের মাধ্যমে মূল্যস্ফীতির হার কিভাবে হিসাব করা যায় ?
(৪) আর্থিক বা নামিক জিডিপি কি?
(৫) প্রকৃত জিডিপি কি?
(৬) ভিত্তি বছরে নামিক জিডিপি ও প্রকৃত জিডিপি কি ভিন্ন নাকি অভিন্ন ?
(৭) জিডিপি ডিফ্লেটর হিসাবের সূত্রটি কি?
(৮) জিডিপি ডিফ্লেটরকে আর কি কি নামে চিহ্নিত করা হয়?
(৯) CPI ও জিডিপি ডিফ্লেটর এর মূল পার্থক্য কি?
(১০) জিডিপি ডিফ্লেটর-এর গুরুত্ব / তাৎপর্য / প্রয়োজনীয়তা কি?
প্রশ্ন: (১) জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয় ?
উত্তর: জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের ধাপগুলো হলো -
ক ) ১টি দেশের বিভিন্ন বছরে দেশীয় সীমানায় উৎপাদিত পণ্য/ সেবা ও তাদের নিজ নিজ দাম এর তথ্য পেতে হবে।
খ ) সেই তথ্য থেকে দাম গুণন উৎপন্ন পণ্য / সেবা থেকে সমাজের মোট ব্যয় বা উৎপন্ন পণ্য / সেবার আর্থিক মূল্য হিসাব করতে হবে। এ থেকে পাওয়া যাবে আর্থিক বা নামিক জিডিপি।
গ ) ভিত্তি বছর নির্বাচন করতে হবে।
ঘ) ভিত্তি বছরের দামের প্রেক্ষিতে বিভিন্ন বছরের পণ্য ও সেবার গুনফল থেকে প্রকৃত জিডিপি পেতে হবে।
ঙ) প্রাপ্ত আর্থিক বা নামিক জিডিপি-কে প্রকৃত জিডিপি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে ১০০ দ্বারা গুণ করলে পাওয়া যায় জিডিপি ডিফ্লেটর।
প্রশ্ন: (২) জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের উদাহরণ / পদ্ধতি নির্দেশ করো।
উত্তর: জিডিপি ডিফ্লেটর হিসাবকরণের উদাহরণ / পদ্ধতি
(i) ১টি দেশ, ৩টি বছর , দুটি পণ্য( X1, X2) ও সেই দুটি পণ্যের দাম (P1, P2) বিবেচনা করা হলো:
![](https://static.wixstatic.com/media/a58fb2_55563cbb368e42babfd8f825e7033512~mv2.png/v1/fill/w_618,h_200,al_c,q_85,enc_auto/a58fb2_55563cbb368e42babfd8f825e7033512~mv2.png)
(ii ) বিবেচ্য দেশে আর্থিক বা নামিক (Nominal) জিডিপি নির্ণয় :
![](https://static.wixstatic.com/media/a58fb2_0ea40acf94f740e782cbb7b93daecbed~mv2.png/v1/fill/w_625,h_262,al_c,q_85,enc_auto/a58fb2_0ea40acf94f740e782cbb7b93daecbed~mv2.png)
(iii) 2017 কে ভিত্তি বছর ধরে 2017 এর দামের ভিত্তিতে ২০১৭, ২০১৮ ও ২০১৯ এর প্রকৃত জিডিপি নির্ণয়:
![](https://static.wixstatic.com/media/a58fb2_e09bc8b239f0426db08a886c431184a1~mv2.png/v1/fill/w_611,h_229,al_c,q_85,enc_auto/a58fb2_e09bc8b239f0426db08a886c431184a1~mv2.png)
(iv) GDP ডিফ্লেটর=আর্থিক GDP প্রকৃত GDP সূত্র প্রয়োগ করে GDP ডিফ্লেটর নির্ণয় :
![](https://static.wixstatic.com/media/a58fb2_8aed12757df34a61b1f37287d4d5f7ae~mv2.png/v1/fill/w_619,h_264,al_c,q_85,enc_auto/a58fb2_8aed12757df34a61b1f37287d4d5f7ae~mv2.png)
প্রশ্ন: (৩) জিডিপি ডিফ্লেটরের মাধ্যমে মূল্যস্ফীতির হার কিভাবে হিসাব করা যায় ?
উত্তর: উপরের টেবিল থেকে GDP ডিফ্লেটর এর মাধ্যমে মূল্যস্ফীতির হার হিসাব করা যায়।
![](https://static.wixstatic.com/media/a58fb2_183c7ef5a7b143ccba09694ab8ca0393~mv2.png/v1/fill/w_637,h_170,al_c,q_85,enc_auto/a58fb2_183c7ef5a7b143ccba09694ab8ca0393~mv2.png)
প্রশ্ন: (৪) আর্থিক বা নামিক জিডিপি কি?
উত্তর: দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের সীমানার ভিতরে বছরে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য হল নামিক বা আর্থিক দেশজ জাতীয় উৎপাদন।
প্রশ্ন:(৫) প্রকৃত জিডিপি কি?
উত্তর: ভিত্তি বছরের(যা আদর্শ বছর বা বিগত কোনো বছর হতে পারে) দাম প্রেক্ষিতে সামজ্ঞস্যকৃত দেশজ জাতীয় উৎপাদনকে প্রকৃত জাতীয় উৎপাদন বলে।
প্রশ্ন: (৬) ভিত্তি বছরে নামিক জিডিপি ও প্রকৃত জিডিপি কি ভিন্ন নাকি অভিন্ন ?
উত্তর: ভিত্তি বছরে নামিক জিডিপি ও প্রকৃত জিডিপি অভিন্ন হয়।
প্রশ্ন:(৭) জিডিপি ডিফ্লেটর হিসাবের সূত্রটি কি?
![](https://static.wixstatic.com/media/a58fb2_fcc9fd781e214fa8a331348961c34413~mv2.png/v1/fill/w_507,h_70,al_c,q_85,enc_auto/a58fb2_fcc9fd781e214fa8a331348961c34413~mv2.png)
Comments