ভােগ অপেক্ষকের (অর্থাৎ আয়ের ওপর ভোগ ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্কের) ভিত্তি হলাে কেইনসের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি । এ বিধিতে বলা হয় - আয় বাড়লে ভােগ ব্যয় বাড়বে, তবে যে হারে আয় বাড়ে, তার তুলনায় কম হারে ভােগ ব্যয় বাড়বে।
অনুমিতি(assumptions):
লর্ড কেইনসের মনস্তাত্ত্বিক বিধি ৩টি অনুমিতির উপর প্রতিষ্ঠিত-
(ক) অপরিবর্তনশীল প্রাতিষ্ঠানিক কাঠামাে।
(খ) বিরাজমান স্বাভাবিক পরিস্থিতি।
(গ) সমৃদ্ধ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা।
কেইনসের ভোগ সংক্রান্ত মনস্তাত্ত্বিক বিধির তিনটি মূল বিবৃতি(statement):
১ম বিবৃতি: যখন আয় বাড়ে, তখন ভােগ ব্যয়ও বাড়বে, কিন্তু আয় যে হারে বাড়ে, ভােগ ব্যয় তার তুলনায় কম হারে বাড়বে।
২য় বিবৃতি: আয় বাড়লে, তা ভােগ ব্যয়কে যেমন বাড়াবে, সেই সাথে সঞ্চয়কেও বাড়াবে।
৩য় বিবৃতি: আয় বাড়লে, ভোগ ব্যয় ও সঞ্চয় আগের চেয়ে কমবে না, বরং উভয়ই বাড়বে।
মৌলিক মনস্তাত্ত্বিক বিধির বিশ্লেষণ(illustration):
চিত্র মাধ্যমে ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি ব্যাখ্যা করা যাক।
১ম বিবৃতির চিত্রগত ব্যাখ্যা: চিত্রে দেখা যায় - B ব্রেক ইভেন বিন্দুতে আয় ও ভােগ ব্যয় সমান ( = 100)। এখন আয় (Y) বাড়ে OYo(100) থেকে OY1(200) তে, তখন ভোগ ব্যয়(C) BYo (=100) থেকে বেড়ে EY1 (=150) হয়। এক্ষেত্রে আয় পরিবর্তন (বৃদ্ধি)-র পরিমাণ 100 (=BD), তখন ভোগ ব্যয় পরিবর্তন (বৃদ্ধি)-র পরিমাণ 50 (=DE = EY1 - DY1)। যেখানে DE < BD। কাজেই আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে( যা বিধির ১ম বিবৃতির ১ম অংশ) এবং আয় যতটা (বা যে হারে) বাড়ে, ভোগ ব্যয় তার তুলনায় কম (বা কম হারে) বাড়ে ( যা ,বিধির ১ম বিবৃতির ২য় অংশ) তা প্রমাণিত হলো।
২য় বিবৃতির চিত্রগত ব্যাখ্যা: বৃদ্ধিপ্রাপ্ত আয়(=BD) ভোগ ও সঞ্চয় উভয়কে বাড়ায়। B বিন্দুতে আয় ও ভোগব্যয় সমান (OYo=BYo), তখন সঞ্চয় শূন্য(০) , B বিন্দুর পরে আয় OY1 হলে ভোগব্যয় বেড়ে EY1 এবং সঞ্চয় হলো EF। কাজেই আয় বৃদ্ধির পরিমাণ ভোগ ও সঞ্চয়কে বাড়ায় । এখানে ২য় বিবৃতি প্রমাণিত হয়।
৩য় বিবৃতির চিত্রগত ব্যাখ্যা: ৩য় বিবৃতি অনুসারে লক্ষ্য করা যায় যে, আয় বাড়লে ভোগ ও সঞ্চয় কোনটাই কমে না, বরং উভয়ই বাড়ে। যেমন আয় বৃদ্ধির পরিমাণ যখন BD (বা Yo Y1), তখন ভোগ বৃদ্ধির পরিমাণ DE ও সঞ্চয় বৃদ্ধির পরিমাণ EF, যেখানে আয় বৃদ্ধির ফলে ভোগ ও সঞ্চয় উভয়ের বৃদ্ধি ঘটে, কোনটিই কমে না। এখানে মনস্তাত্ত্বিক বিধির ৩য় বিবৃতি প্রমাণিত হয়।
এভাবে তিনটি বিবৃতির দ্বারা মৌলিক মনস্তাত্ত্বিক বিধি প্রতিষ্ঠিত হয়। আর চিত্রে তারই প্রতিফলন ঘটে।
Comments