top of page
Search

The Keynesian fundamental psychological law of consumption

Writer's picture: Prof Manotosh ChakravartyProf Manotosh Chakravarty

মৌলিক সামষ্টিক অর্থনীতি- প্রশ্ন 12 (খ),2019:


কেইনসের মৌলিক মনস্তাত্ত্বিক ভােগ বিধিটি ব্যাখ্যা কর। (Explain the Keynesian fundamental psychological law of consumption .)

-প্রফেসর মনতোষ চক্রবর্তী







কেইনসের ভোগ সংক্রান্ত মৌলিক মনস্তাত্ত্বিক বিধি


মূল কথা(main idea) :


ভােগ অপেক্ষকের (অর্থাৎ আয়ের ওপর ভোগ ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্কের) ভিত্তি হলাে কেইনসের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি । এ বিধিতে বলা হয় - আয় বাড়লে ভােগ ব্যয় বাড়বে, তবে যে হারে আয় বাড়ে, তার তুলনায় কম হারে ভােগ ব্যয় বাড়বে।


অনুমিতি(assumptions):

লর্ড কেইনসের মনস্তাত্ত্বিক বিধি ৩টি অনুমিতির উপর প্রতিষ্ঠিত-

(ক) অপরিবর্তনশীল প্রাতিষ্ঠানিক কাঠামাে।

(খ) বিরাজমান স্বাভাবিক পরিস্থিতি।

(গ) সমৃদ্ধ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা।



কেইনসের ভোগ সংক্রান্ত মনস্তাত্ত্বিক বিধির তিনটি মূল বিবৃতি(statement):


১ম বিবৃতি: যখন আয় বাড়ে, তখন ভােগ ব্যয়ও বাড়বে, কিন্তু আয় যে হারে বাড়ে, ভােগ ব্যয় তার তুলনায় কম হারে বাড়বে।

২য় বিবৃতি: আয় বাড়লে, তা ভােগ ব্যয়কে যেমন বাড়াবে, সেই সাথে সঞ্চয়কেও বাড়াবে।

৩য় বিবৃতি: আয় বাড়লে, ভোগ ব্যয় ও সঞ্চয় আগের চেয়ে কমবে না, বরং উভয়ই বাড়বে।

মৌলিক মনস্তাত্ত্বিক বিধির বিশ্লেষণ(illustration):


চিত্র মাধ্যমে ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি ব্যাখ্যা করা যাক।



১ম বিবৃতির চিত্রগত ব্যাখ্যা: চিত্রে দেখা যায় - B ব্রেক ইভেন বিন্দুতে আয় ও ভােগ ব্যয় সমান ( = 100)। এখন আয় (Y) বাড়ে OYo(100) থেকে OY1(200) তে, তখন ভোগ ব্যয়(C) BYo (=100) থেকে বেড়ে EY1 (=150) হয়। এক্ষেত্রে আয় পরিবর্তন (বৃদ্ধি)-র পরিমাণ 100 (=BD), তখন ভোগ ব্যয় পরিবর্তন (বৃদ্ধি)-র পরিমাণ 50 (=DE = EY1 - DY1)। যেখানে DE < BD। কাজেই আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে( যা বিধির ১ম বিবৃতির ১ম অংশ) এবং আয় যতটা (বা যে হারে) বাড়ে, ভোগ ব্যয় তার তুলনায় কম (বা কম হারে) বাড়ে ( যা ,বিধির ১ম বিবৃতির ২য় অংশ) তা প্রমাণিত হলো।



২য় বিবৃতির চিত্রগত ব্যাখ্যা: বৃদ্ধিপ্রাপ্ত আয়(=BD) ভোগ ও সঞ্চয় উভয়কে বাড়ায়। B বিন্দুতে আয় ও ভোগব্যয় সমান (OYo=BYo), তখন সঞ্চয় শূন্য(০) , B বিন্দুর পরে আয় OY1 হলে ভোগব্যয় বেড়ে EY1 এবং সঞ্চয় হলো EF। কাজেই আয় বৃদ্ধির পরিমাণ ভোগ ও সঞ্চয়কে বাড়ায় । এখানে ২য় বিবৃতি প্রমাণিত হয়।


৩য় বিবৃতির চিত্রগত ব্যাখ্যা: ৩য় বিবৃতি অনুসারে লক্ষ্য করা যায় যে, আয় বাড়লে ভোগ ও সঞ্চয় কোনটাই কমে না, বরং উভয়ই বাড়ে। যেমন আয় বৃদ্ধির পরিমাণ যখন BD (বা Yo Y1), তখন ভোগ বৃদ্ধির পরিমাণ DE ও সঞ্চয় বৃদ্ধির পরিমাণ EF, যেখানে আয় বৃদ্ধির ফলে ভোগ ও সঞ্চয় উভয়ের বৃদ্ধি ঘটে, কোনটিই কমে না। এখানে মনস্তাত্ত্বিক বিধির ৩য় বিবৃতি প্রমাণিত হয়।

এভাবে তিনটি বিবৃতির দ্বারা মৌলিক মনস্তাত্ত্বিক বিধি প্রতিষ্ঠিত হয়। আর চিত্রে তারই প্রতিফলন ঘটে।


1,486 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page