top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

The Marginal Revolution/ School in Economics

প্রান্তিক বিপ্লব/ প্রান্তিক স্কুল কি (What is the Marginal Revolution / Marginal School ?)


Leon

Walras, France/ Switzerland, 1834-1910


ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ‘প্রান্তিক বিপ্লব’ এর আগমন। ‘প্রান্তিক’ ধারণা সম্বলিত অর্থনৈতিক বিশ্লেষণ, যা ক্লাসিক্যাল বিশ্লেষণের পরিবর্তে ব্যবহৃত হয় এবং একশ’ বছর ধরে (বিশেষতঃ কেইনস কর্তৃক ক্লাসিক্যাল চিন্তাধারাকে আক্রমনের পূর্ব পর্যন্ত) পাশ্চাত্যের অর্থনেতিক চিন্তাধারার ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে ছিল, সেই অর্থনৈতিক বিশ্লেষণকে ‘প্রান্তিকতাবাদ’ তথা ‘প্রান্তিক বিপ্লব’ তথা ‘প্রান্তিক স্কুল’ বলে। ইংল্যান্ডের উইলিয়াম স্টেনলী জেভনস( William Stanley Jevons) , অষ্ট্রিয়ার কার্ল মেঞ্জার(Carl Menger ) এবং ফ্রান্স-এর লিও ওয়ালরাস (Leon Walras) [তিনি অবশ্য সুইজারল্যান্ডের বিখ্যাত Lausanne বিশ্ববিদ্যালয় এর ‘পলিটিক্যাল ইকোনমি’-এর প্রফেসর হিসাবে বেশি খ্যাত] প্রান্তিক স্কুলের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য হন। একক ভােক্তা, একক ফার্ম ও বাজার বিশ্লেষণ প্রান্তিক ধারণার ভিত্তিতে পরিচালিত হয়। ক্লাসিক্যাল অর্থনীতিতে যােগান, উৎপাদন এবং ব্যয়ের উপর প্রাধান্য দেওয়া হলেও ‘প্রান্তিক স্কুল’ প্রধান্য দেয় বিশেষ করে উপযােগ, ভােগ তথা চাহিদার উপর।

17 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page