top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

Thorstein Veblen's Institutionalism in Economics


থরস্টেইন ভেব্লেন

-অর্থনীতিতে প্রাতিষ্ঠানিকতার প্রবক্তা

THORSTEIN B. VEBLEN (1857-1929)


আদিবাস নরওয়েতে, পরবর্তীতে বৃটেনবাসী হন। অদ্ভুত ব্যক্তিত্ব, খুঁতখুঁতে মেজাজ, নির্জনতাপ্রিয় ও খেয়ালী/ উদাসীন । যুক্তরাষ্ট্রের শিকাগাে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়ােজিত ছিলেন। জাগতিক অর্থনীতিকে তিনি নির্লিপ্ত দৃষ্টিতে অবলােকন করতেন। সমসাময়িক অর্থনীতিবিদদের চিন্তাধারা থেকে তাঁর চিন্তাধারা ছিল ভিন্ন। তৎকালীন অর্থনীতিবিদরা তাঁকে একজন অস্বাভাবিক ব্যক্তিত্ব বলে ভাবতেন। অর্থনৈতিক তত্ত্বকে তিনি এই বলে সমালােচনা করতেন যে, অধিকাংশ তত্ত্বই তথাকথিত সভ্য মানুষের অবিচক্ষণতাভিত্তিক অনুসিদ্ধান্তের উপর নির্ভরশীল। তিনি অর্থনীতিতে' ‘Institutionalism' (প্রাতিষ্ঠানিকতা)’র অনুপ্রবেশ ঘটান। ভেব্লেনের একটি বিখ্যাত গ্রন্থ হলাে, “Theory of the Leisure Class"। এ গ্রন্থে তিনি উল্লেখ করেন, আলস্য-বিলাসী (ধনী) ব্যক্তিরা তেমন পরিশ্রম করে না, অথচ সম্পদ ভােগ করে এবং সমাজও সেই অলসতাকে সমর্থন করে। যারা পেশী শক্তির মাধ্যমে অথবা চাতুর্যের আশ্রয়ে অর্থ উপার্জন করে, তারাই পরবর্তীতে অলস শ্রেণীভূক্ত হয়। কিন্তু অদ্ভুত যে, সমাজ আবার সেই অলস ব্যক্তিদেরই মান্য করে চলে। সেখানে সাধারণ শ্রমজীবিদের অমর্যাদা হয়। ভেব্লেন বিশ্বাস করতেন মানুষ তার বর্বর পূর্বপুরুষদের তুলনায় প্রকৃতপক্ষে সভ্য হয়নি। শুধু জীবিকার তাগিদে সময়ের পরিবর্তনে খােলস বদল করেছে । মানুষের মাঝে যে অশুভ প্রতিযােগিতা পরিলক্ষিত হয় , তা বিত্ত ও প্রাচুর্যের লক্ষ্যে পরিচালিত, আর সে কারণেই শ্রমিকের শ্রম অর্থনীতিতে সর্বদা অবমূল্যায়িত হয়।


33 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page