top of page
Search
  • Writer's pictureProf Manotosh Chakravarty

True/ false determination regarding fundamentals of demand


চাহিদা সংক্রান্ত কতিপয় বিবৃতির সত্য / মিথ্যা নির্ধারণ কর।

(Determine true/false of few statements regarding demand )


১। কোনো দ্রব্য (বা সেবা) ভােগের (বা ব্যবহারের) ইচ্ছা, সামর্থ ও ব্যয়ের ইচ্ছার সম্মিলিত রূপ হল চাহিদা।

উ: (সত্য)


২। ভােগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ব্যক্তি বা পরিবার।

উ:(সত্য)


৩। দ্রব্যের যোগান রেখা অপরিবর্তিত থেকে চাহিদার বৃদ্ধি ঘটলে বাজারে সেই দ্রব্যের দাম ও পরিমাণ কমে।

উ: (মিথ্যা)


৪। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি ভারসাম্য দামের চেয়ে কম দামে সরকার একটি উৎপন্ন দ্রব্যের দাম বেঁধে দেয়, তবে সেই বাজারে উদ্বৃত্ত বা ঘাটতি কোনটিই থাকবে না ।

উ: (মিথ্যা)


৫। একটি দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের চাহিদার পরিমাণ অবশ্যই কমবে।

উ: (মিথ্যা)


৬। বাজারে দ্রব্যের চাহিদা বাড়লে যদি যোগানের পরিমাণ সামঞ্জস্য রেখে বাড়ে, তবে দ্রব্যের দাম অপরিবর্তিত থাকবে, কিন্তু ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পাবে।

উ: (সত্য)


৭। একটি চাহিদা রেখা বরাবর এক বিন্দু থেকে অপর বিন্দুতে গমন করলে সেই অবস্থাকে বলা হবে চাহিদার সঞ্চালন।

উ: (সত্য)


৮। অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের সাথে ব্যক্তি বা ব্যক্তিগণের চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক নির্দেশনাই হলো চাহিদা বিধি।

উ: (সত্য)


৯। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্যের জন্য বিভিন্ন ব্যক্তির দাম- চাহিদা রেখার আনুভূমিক যােগফল থেকে পাওয়া যায় সেই দ্রব্যের বাজার চাহিদা রেখা।

উ: (সত্য)


১০। যদি দুটি দ্রব্য পরস্পর পরিবর্তক হয়, তবে একটি দ্রব্যের দাম বাড়লে বিকল্প দ্রব্যের চাহিদা হ্রাস পাবে।

উ: (মিথ্যা)


ধন্যবাদ। -প্রফেসর মনতোষ চক্রবর্তী

Email: manotosh.chakravarty@gmail.comঅধ্যায়

11 views0 comments

Recent Posts

See All

Yorumlar


bottom of page