উইলহেম রোসার-অর্থনীতির ঐতিহাসিক স্কুলের প্রতিষ্ঠাতা
(Wilhelm Roscher- founder of the Historical School of Economics)
![](https://static.wixstatic.com/media/a58fb2_655eeebb4bad4649ab262f3b7435e1ac~mv2.png/v1/fill/w_675,h_637,al_c,q_90,enc_avif,quality_auto/a58fb2_655eeebb4bad4649ab262f3b7435e1ac~mv2.png)
ঐতিহাসিক স্কুলের প্রতিষ্ঠাতা হলেন রোসার। তিনি Gottingen বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির প্রফেসর ছিলেন। পরবর্তীতে Leipzig বিশ্ববিদ্যালয়ে তিনি যােগদান করেন। রোসার ক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্বকে পুরােপুরি বর্জন করতে বলেন নি, বরং তিনি ক্লাসিক্যাল তত্ত্বকে ইতিহাস-নির্ভর তথ্যের মাধ্যমে সমৃদ্ধ করতে পরামর্শ দেন। রোসারের মতে, রাজনৈতিক অর্থনীতি হলাে এমনই একটি বিজ্ঞান, যা একটি জাতির অর্থনৈতিক প্রগতি সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালােচনা করে। তিনি ইতিহাস, রাজনীতি, আইন ও বিচার এবং কৃষ্টি ও সভ্যতা এসবের সাথে অর্থনীতি নিকট সম্পর্ক আছে বলে বিশ্বাস করতেন।
-প্রফেসর মনতোষ চক্রবর্তী
Email: manotosh.chakravarty@gmail.com
ফটো-কৃতজ্ঞতা:
Wikipedia
Comments